হিসাববিজ্ঞান নীতিমালা কি ও হিসাববিজ্ঞান নীতিমালা সমূহ কি কি - NagorikSebaBD
হিসাববিজ্ঞান নীতিমালা (Generally Accepted Accounting Principle-GAAP) নামেও পরিচিত। হিসাববিজ্ঞান নীতমালা হলো প্রকৃতঃপক্ষে কতকগুলো গাইড-যা হিসাববিজ্ঞান কে যথার্থ ও গ্রহণযোগ্য করে তুলেছে।
হিসাববিজ্ঞান নীতিমালার মধ্যে রয়েছে কতকগুলো নীতি (Concept), রীতি (Convention) বা মান (Standard) যা অনুসরণ করে লেনদেন লিপিবদ্ধকরণ থেকে শুরু করে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়।
১৯৭৩ সাল থেকে আন্তর্জাতিক হিসাবমান কমিটি (International Accounting Standard Committee-IASC) যা পরবর্তীতে আন্তর্জাতিক হিসাবমান বোর্ড (International Accounting Standard Board—FASB) এবং (Financial Accounting Standard Board-FASB) প্রতিষ্ঠার পর থেকে হিসাববিজ্ঞানের তাত্ত্বিক দর্শন ও প্রয়োগ রীতি নির্দেশকারী ধারণা ও প্রথাসমূহকে পৃথকভাবে বিবেচনা না করে এগুলোকে একত্রে হিসাববিজ্ঞান নীতিমালা বলে গণ্য করা হয় যেগুলো GAAP হিসেবে পরিচিতি। এগুলো বিশ্বের সকল হিসাববিজ্ঞানী মেনে চলে।
হিসাববিজ্ঞান নীতিমালাকে দুভাগে ভাগ করা হয়েছে—
- হিসাববিজ্ঞান ধারণা (Accounting Concepts)
- হিসাববিজ্ঞান প্রথা ( Accounting Conventions )
হিসাববিজ্ঞান ধারণা -- হিসাববিজ্ঞান নীতিমালা
হিসাববিজ্ঞান নীতি বলতে এমন কতকগুলো সর্বজনসম্মত ও স্বতঃসিদ্ধ নিয়ম-কানুন ও ব্যবহার প্রণালিকে বুঝায় যা দ্বারা হিসাববিজ্ঞান পেশা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে । যেমনঃ
হিসাববিজ্ঞানের ধারণা সমূহ
- স্বত্বা ধারণা
- চলমান প্রতিষ্ঠান ধারণা
- অর্থের পরিমাপযোগ্যতা
- দ্বৈতস্বত্বা ধারণা
- ক্রয়মূল্য ধারণা
- হিসাবকাল ধারণা
- মিলকরণ ধারণা
- বকেয়া ও বিলম্বিতকরণ ধারণা
- আদায়করণ নীতি
হিসাববিজ্ঞান প্রথা -- হিসাববিজ্ঞান নীতিমালা
একটি দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে, যেসব নিয়মকানুন অবলম্বন ও অনুসরণ করে দেশের হিসাববিজ্ঞান পেশা পরিচালিত হয়ে থাকে, তাকে হিসাববিজ্ঞান রীতি বা প্রচলিত প্রথা বলে। এটি সম্পূর্ণভাবে দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল।
হিসাববিজ্ঞানের প্রথা সমূহ
- রক্ষণশীলতা প্রথা
- সামঙ্গ্যতা প্রথা
- বস্তুনিষ্ঠতা
- পূর্ণ প্রকাশকরণ প্রথা
- তহবিল ধারণা
- শিল্পরীতি