প্রদেয় হিসাব কি এবং এর হিসাব সমীকরণের প্রভাব - NagorikSebaBD
ব্যবসায় এর থেকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কোন টাকা বা অর্থ পায় অর্থাৎ কেউ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ দাবি করতে পারে এবং তা ১-১২ মাসের মধ্যে পরিশোধ করতে হবে তাকেই প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব বলে।
প্রদেয় হিসাব ব্যবসায়ের একটি চলতি দায়। কারণ এই দায় সাধারণত ১ বছরের কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয়।
ব্যবসায়ে প্রদেয় হিসাব কেন হয়
ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সময় বিভিন্ন কারণের কেন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বাকিতে বা ধারে পণ্য ক্রয় বা সেবা ক্রয় করতে হয়, যে কারণের ব্যবসায়ে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব তৈরি হয়।
প্রদেয় হিসাবের হিসাব সমীকরণের প্রভাব
ব্যবসায়ের কেন লেনদেনের সর্বপ্রথম যে বিশ্লেষন কর হয় তা হল হিসাব সমীকরণ।
প্রদেয় হিসাবের লেনদেনের প্রভাব দুই ভাবে হতে পারে। তা হল ১. যদি প্রদেয় অর্থাৎ পাওনাদার বৃদ্ধি পায়। যেমনঃ আগে প্রদেয় হিসাব আছে ১২,০০০ টাকা। এর পর আরো ধারে পণ্য ক্রয় করল, তখন প্রদেয় হিসাব (পাওনাদার) বৃদ্ধি পাবে।
২. আবার, যদি প্রদেয় হিসাব থাকে ১২,০০০ টাকা। পরিশোধ করা হল ৪,০০০ টাকা। তখন প্রদেয় হিসাব হ্রাস পাবে। অর্থাৎ দায় কমে যাবে।
নিচে প্রদেয় হিসাবের বাস্তবিক উদাহারণ দিয়ে হিসাব সমীকরণের প্রভাব দেওয়া হল
- জানু-৪ঃ ধারে পণ্য ক্রয় করা হল ৫,০০০ টাকা।
- জানু-৯ঃ রহিম ট্রেডার্স এর নিকট হতে ৮,০০০ টাকার পণ্য ক্রয়। চালান ১২২, শর্তঃ ২/১০ n ৩০
- জানু-২৯ঃ রহিম ট্রেডার্স কে ৪,০০০ টাকা পরিশোধ করা হল।
তারিখ | বিবরণ | ডেবিট/ক্রেডিট | উপাদানের প্রভাব |
---|---|---|---|
জানু-৪ |
ক্রয় হিসাব
প্রদেয় হিসাব |
ডেবিট
ক্রেডিট |
OE(ব্যয়) হ্রাস
L (পাওনাদার) বৃদ্ধি |
জানু-৯ |
ক্রয় হিসাব
রহিম (প্রদেয়) হিসাব |
ডেবিট
ক্রেডিট |
OE(ব্যয়) হ্রাস
L (পাওনাদার) বৃদ্ধি |
জানু-২৯ |
রহিম (প্রদেয়) হিসাব
নগদান হিসাব |
ডেবিট
ক্রেডিট |
L (পাওনাদার) হ্রাস
A (নগদ) হ্রাস |