বাকিতে বা ধারে পণ্য বিক্রয় জাবেদা - NagorikSebaBD
ব্যবসায়ের কোন পণ্য বিক্রয় বা সেবা প্রদান করে ক্রেতা কোন অর্থ না দিলে অর্থাৎ পণ্য বা সেবার বিনিময়ে কোনো কিছু না দিয়ে পরবর্তীতে পাওয়ার প্রতিশ্রুতি দিয়ে যেই পন্য বা সেবা বিক্রয় হয় তাকেই বাকিতে বা ধারে পণ্য বিক্রয় বলে।
বাকিতে বা ধারে পণ্য বিক্রয় জাবেদা হল
উদাহারণঃ
১. ধারে ৪,০০০ টাকা পণ্য বিক্রয়।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
দেনাদার হিসাব -- ডেবিট
বিক্রয় হিসাব -- ক্রেডিট |
৪,০০০ |
৪,০০০ |
২. বাকিতে মক্কেলকে সেবা প্রদান ২,৫০০ টাকা।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
২. |
দেনাদার হিসাব -- ডেবিট
সেবা আয় -- ক্রেডিট |
২,৫০০ |
২,৫০০ |
৩. রহিম এর নিকট ১৫,০০০ টাকার পণ্য বিক্রয়। চালান নং ১২৪, শর্ত ২/১০ n ৩০।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
৩. |
রহিম হিসাব -- ডেবিট
বিক্রয় হিসাব -- ক্রেডিট |
১৫,০০০ |
১৫,০০০ |
এই লেনদেনটি বাকিতে বিক্রয় হয়েছে। যদিও লেনদেনটি বাকিতে নাকি নগদে তা দেওয়া নাই। কারণ, যদি বাকিতে বিক্রয় হয় তখনই চালান হয়। ও শর্ত দেওয়া হয়। তাই লেনদেনটি বাকিতে।