সমন্বিত ক্রয় কি এর সূত্র ও নির্ণয় করা - NagorikSebaBD

ব্যবসায়ের নির্দিষ্ট হিসাবকালের প্রকৃত ক্রয়ের পরিমাণই হল সমন্বিত ক্রয়।

আরো সহজভাবে বলেতে গেলে, ব্যবসায়ের নির্দিষ্ট হিসাবকালের যে রাজস্ব বা আয় হয়, তার জন্য যে পরিমাণ পন্য ক্রয় বা ক্রয় সংক্রান্ত ব্যয় হয়ে তাকে, থাকেই সমন্বিত ক্রয় বলে।

সমন্বিত ক্রয় কি এর সূত্র ও নির্ণয় করা

সমন্বিত ক্রয়ের ব্যাখ্যা

ধরা যাক, ব্যবসায়ে ২০২২ হিসাবকালে ১০,০০,০০০ টাকা বিক্রয় বা রাজস্ব হয়েছে। এই ১০,০০,০০০ টাকা আয়ের জন্য ৬,৫০,০০০ টাকা পরিমাণ পণ্য ক্রয় করা হয়েছে সেগুলোই সমন্বিত ক্রয়।

অর্থাৎ এখানে, পূর্ববর্তী (আগের) বছরের হিসাবকালের কত পরিমাণ পণ্য আছে সেগুলো ক্রয়ের সাথে যোগ হবে আর যে পরিমাণ পণ্য রয়েছে সেগুলো বাদ দেওয়ার পর সমন্বিত ক্রয় পাওয়া যাবে।

সমন্বিত ক্রয় সূত্র

সমন্বিত ক্রয় = প্রারম্ভিক জাবেদা + ক্রয় - সমাপনী মজুদ পণ্য

সমন্বিত ক্রয় বের কারার নিয়ম

সমন্বিত ক্রয় বের করার জন্য প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে মোট ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পরই সমন্বিত ক্রয় বের হবে।

বিবরণ টাকা টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য
যোগ: ক্রয় সমূহ
বাদ: সমাপনী মজুদ পণ্য
সমন্বিত ক্রয়
***
***
(***)



****
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url