শিক্ষানবিশ সেলামি ও শিক্ষানবিশ ভাতা কি এবং এর ডেবিট ক্রেডিট ও জাবেদা
এই পোস্টের সকল কন্টেন্ট
শিক্ষানবিশ সেলামি কি?
শিক্ষামবিশ সেলামি হল কাউকে কোন বিষয়ে জ্ঞান দান করে তার বিনিময়ে যে অর্থ পাওয়া যায় থাকে শিক্ষানবিশ সেলামি বলে।
শিক্ষানবিশ ভাতা কি?
অপরদিকে, যদি কারো কাছ থেকে কোন কিছু শিখে বা জ্ঞান অর্জন করে এবং তার বিনিময়ে যে অর্থ দিতে হয় তাকেই শিক্ষানবিশ ভাতা বলে।
শিক্ষানবিশ সেলামি ও শিক্ষানবিশ ভাতা এর ব্যাখ্যা
অর্থাৎ আরো সহজ ভাবে বলতে গেলে, ধরুন আপনার একটি কম্পিউটার রিপেয়ারিং এর দোকান আছে, এখন আপনি কয়েকজনকে প্রশিক্ষণ দিয়ে তাদের থেকে নির্দিষ্ট একটি টাকা আদায় করলেন। সেটিই হল আপনার জন্য শিক্ষানবিশ সেলামি।
এখন, আপনি যাচ্ছেন কম্পিউটার এর সাথে সাথে আপনি মোবাইল ও রিপেয়ারিং এর ও ব্যবসা খুলতে চাচ্ছেন। তাই, আপনি একটি প্রতিষ্ঠান বা কোথায় থেকে শিখলেন এবং একটি নির্দিষ্ট টাকা দিলেন। এটাই হল আপনার জন্য শিক্ষানবিশ ভাতা।
শিক্ষানবিশ সেলামি ডেবিট নাকি ক্রেডিট হবে?
যেহেতু, শিক্ষানবিশ সেলামি কাউকে কোন বিষয়ে জ্ঞান বা
শিক্ষা দিয়ে যদি টাকা পায় তাকেই শিক্ষানবিশ সেলামি বলে।
আর এটি একটি আয় হিসাব। তাই রেওয়ামিলে আয় ক্রেডিট
হয়। তাই শিক্ষানবিশ সেলামি ক্রেডিট হবে।
শিক্ষানবিশ ভাতা ডেবিট নাকি ক্রেডিট হবে?
যেহেতু, শিক্ষানবিশ ভাতা কারো কাছ থেকে কোন বিষয়ে জ্ঞান বা
শিক্ষা অর্জন করে যে টাকা দেওয়া হয় তাকেই শিক্ষানবিশ ভাতা বলে।
অর্থাৎ এটি একটি ব্যয়। তাই রেওয়ামিলে ব্যয় ডেবিট
হয়। তাই শিক্ষানবিশ ভাতা ডেবিট হবে।
শিক্ষানবিশ সেলামির জাবেদা
1. শিক্ষানবিশ সেলামি পাওয়া গেল ৪,০০০ টাকা।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
1. |
নগদান হিসাব -- ডেবিট
শিক্ষানবিশ সেলামি -- ক্রেডিট |
৪,০০০ |
৪,০০০ |
শিক্ষানবিশ ভাতা জাবেদা
1. শিক্ষানবিশ ভাতা প্রদান করা হয় ২,০০০ টাকা।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
1. |
শিক্ষানবিশ ভাতা -- ডেবিট
নগদান হিসাব -- ক্রেডিট |
২,০০০ |
২,০০০ |