অনাদায়ী পাওনা বা কুঋণ এর জাবেদা সমূহ - NagarikSebaBD
অনাদায়ী পাওনা হল ব্যয়সা প্রতিষ্ঠানের দেনাদার হতে যে পরিমান বা যে অর্থ আদায় করূ সম্ভব হয় না, তাকেই অনাদায়ী পাওনা বলে।
আজকে আমরা শিখব অনাদায়ী পাওনা সংক্রান্ত অনাদায়ী পাওনা জাবেদা সমূহ
অনাদায়ী পাওনা জাবেদা বা কুঋণ এর জাবেদা সমূহের সমস্যা সমূহ
- অনাদায়ী পাওনা ধার্য ৪,০০০ টাকা।
- দেনাদারের উপর ৮% অনাদায়ী পাওনা ধার্য করতে হবে। (দেনাদার ৫৫,০০০) টাকা।
- দেনাদারের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয়।
- কুঋণ ধার্য করা হল ৫০০ টাকা।
অনাদায়ী পাওনা জাবেদা বা কুঋণ এর জাবেদা সমূহ
1. অনাদায়ী পাওনা ধার্য ৪,০০০ টাকা এর জাবেদা হল
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
1. |
অনাদায়ী পাওনা -- ডেবিট
অনাদায়ী পাওনা সঞ্চিতি -- ক্রেডিট |
৪,০০০ |
৪,০০০ |
2. দেনাদারের উপর ৮% অনাদায়ী পাওনা ধার্য করতে হবে। (দেনাদার ৫৫,০০০) টাকা এর জাবেদা
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
2. |
অনাদায়ী পাওনা -- ডেবিট
অনাদায়ী পাওনা সঞ্চিতি -- ক্রেডিট |
৪,৪০০ |
৪,৪০০ |
3. দেনাদারের ৩,০০০ টাকা আদায়যোগ্য নয় এর জাবেদা
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
3. |
অনাদায়ী পাওনা -- ডেবিট
অনাদায়ী পাওনা সঞ্চিতি -- ক্রেডিট |
৩,০০০ |
৩,০০০ |
4. কুঋণ ধার্য করা হল ৫০০ টাকা এর জাবেদা
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
4. |
কুঋণ -- ডেবিট
কুঋণ সঞ্চিতি -- ক্রেডিট |
৫০০ |
৫০০ |