ব্যাংক জমাতিরিক্ত কি এবং হিসাববিজ্ঞানে এর ব্যবহার

জমাতিরিক্ত হল যে কোন সম্পদের মূল্য বা নগদ অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করা বা উত্তোলন করাকে জমাতিরিক্ত বলে।
ধরুন, আপনি রহিম এর কাছে ৩০০০ টাকা জমা রাখলেন। এখন, আপনার ৩৫০০ টাকা প্রয়োজন হলে, আপনি রহিম এর কাছ থেকে ৩৫০০ টাকা নিলেন। আপনি যে ৫০০ টাকা বেশি গ্রহন করলেন সেটিই জমাতিরিক্ত।

ব্যাংক জমাতিরিক্ত কি এবং হিসাববিজ্ঞানে এর ব্যবহার

এই পৃষ্ঠার সমস্ত কন্টেন্টগুলো

ব্যাংক জমাতিরিক্ত কি

ব্যাংকে বিশেষ কেন গ্রাহকদের জন্য ব্যাংক জমার চেয়ে অতিরিক্ত অর্থ প্রদান এর সুযোগ প্রদান করলে তাকেই ব্যাংক জমাতিরিক্ত বলে।

উদাহারণ সরুপঃ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটি ব্যাংক হিসাব রয়েছে। আপনার হিসাবে ২০০০০ টাকা জমা রয়েছে। এখন, আপনার যদি ব্যবসা পরিচালনার জন্য ৩০,০০০ টাকা প্রয়োজন পড়লে আপনি ৩০,০০০ টাকা ব্যাংক থেকে গ্রহণ বা উত্তোলন করলেন। এখন আপনি যে ১০০০০ টাকা বেশি উত্তোলন করলেন সেটিই হল ব্যাংক জমাতিরিক্ত।

ব্যাংক জমাতিরিক্তের সীমাবদ্ধতাঃ

সকল ব্যাংক সকল গ্রাহককে এই ব্যাংক জামাতিরিক্তের সুযোগ দেয় না। বিশেষ করে, ব্যবসায় হিসাব ধারীদের এই ব্যাংক জমাতিরিক্তের সুযোগ দিয়ে থাকে, এবং সকল ব্যাংক এই সুযোগ প্রদান করে না। বড় বড় বাণিজ্যিক ব্যাংক গুলোই এই সুযোগ প্রদান করে থাকে।

ব্যাংক জমাতিরিক্তের হিসাব সমীকরণের প্রভাব

যেহেতু, নগদ অর্থ জমার চেয়ে বেশি অর্থ উত্তোলন করে তাই যে পরিমান বেশি অর্থ আদায় করে থাকে সেই অর্থগুলো অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত হল দায়।

ব্যাংক জমাতিরিক্তের হিসাব সমীকরণের প্রভাব হবে

উদাহারণঃ ব্যাংক জমাতিরিক্ত ৫০০০ টাকা উত্তোলন করা হল।

হিসাবের বিবরণ উপাদানের প্রভাব
ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হল সম্পদ (নগদ) বৃদ্ধি
সম্পদ (ব্যাংক) হ্রাস

ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফটের জাবেদা দাখিলা।

যদি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা হয় অর্থাৎ যদি ব্যাংক থেকে বেশি টাকা উত্তোলন করা হয়। তখন এর জাবেদা হবে।

উদাহারণঃ ডিসেম্বর ১২: ব্যাংক জমাতিরিক্ত ৫০০০ টাকা উত্তোলন করা হল।

বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদান হিসাব ---- ডেবিট
ব্যাংক হিসাব --- ক্রেডিট
৫০০০
৫০০০

প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফটের জাবেদা দাখিলা।

ব্যাংক জমাতিরিক্ত যদি প্রারম্ভিক অর্থাৎ হিসাবকালের ১ম দিন বা ব্যাংক জমাতিরিক্ত নিয়ে ব্যবসা শুরু জরে তখন এর জাবেদা দাখিলা নিচে দেওয়া হল। এই জাবেদা অবশ্যই হিসাবকালের ১ম দিন বা ব্যবসা শুরুর দিন হতে হবে।

উদাহারণঃ ডিসেম্বর ১২: ব্যাংক জমাতিরিক্ত ৫০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন

বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদান হিসাব ---- ডেবিট
ব্যাংক হিসাব --- ক্রেডিট
৫০০০
৫০০০

ব্যাংক জমাতিরিক্ত পরিশোধের জাবেদা

যদি পাওনা ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করা হয় তখন জাবেদা দাখিলা হবে।

উদাহারণঃ ডিসেম্বর ১২: ব্যাংক জমাতিরিক্ত ২০০০ টাকা পরিশোধ করা হল।

বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
ব্যাংক হিসাব ---- ডেবিট
নগদান হিসাব --- ক্রেডিট
২০০০
২০০০

ব্যাংক জমাতিরিক্তের সুদের জাবেদা

ব্যাংক থেকে প্রদত্ত ব্যাংক জমাতিরিক্তের উপর যদি কেন সুদ ধার্য বা শোধ করা হয় তখন এর জাবেদা দাখিলা হবে।

উদাহারণঃ ডিসেম্বর ১২: ব্যাংক জমাতিরিক্তের ৮% সুদ ধার্য করা হল (ব্যাংক জমাতিরিক্ত ৪০০০০ টাকা।)

বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
ব্যাংক জমাতিরিক্তের সুদ(খরচ) ---- ডেবিট
ব্যাংক হিসাব --- ক্রেডিট
৩২০০
৩২০০
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url