মালিকানা স্বত্ব কি এবং মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করা - NagorikSebaBD

প্রতিষ্ঠানের উপর মালিকের আর্থিক দাবি বা অধিকারকে মালিকানা স্বত্ব বলে। অন্যভাবে বলা যায়, মোট সম্পদ হতে বহিঃদায় বাদ দিলে যা অবশিষ্ট থাকবে তাকে মালিকানা স্বত্ব বলে। ব্যবসায় প্রতিষ্ঠানের যত সম্পত্তি আছে তা থেকে মালিক ব্যতীত অন্য যারা টাকা পায় তা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তার অধিকার শুধু মালিকের। মালিকের অধিকারকে হিসাববিজ্ঞানের ভাষায় মালিকানা স্বত বলে।

অর্থাৎ আরো সহজভাবে বলতে গেলে, বয়বসা প্রতিষ্ঠানের সকল দায় বাদ দেওয়ার পর যে পরিমান টাকা থাকে তাকেই মালিকানা স্বত্ব বলে।

ধরূণ একটি বয়বসা প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকার সম্পদ রয়েছে। এবং তার ব্যাবসা প্রতিষ্ঠানের সকল দায় মিলে ৬ লক্ষ হলে। তার মালিকানা স্বত্ব হল ৪ লক্ষ টাকা।

মালিকানা স্বত্ব কি এবং মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করা

মালিকানা স্বত্বের বিশ্লেষণ মালিকানা স্বত্বের সূত্র

মালিকানা স্বত্ব বা OE কে বিশ্লেষণ করলে পাওয়া যায়। মালিকানা স্বত্ব OE = মুলধন (C) + আয় (R) - ব্যয়(E) - উত্তোলন (D) মালিকানা স্বত্ব বের করার সূত্রটি হল OE = C + R -E - D

অর্থাৎ ব্যবসায়ের মোট মুলধনের সাথে আয় যোগ ও ব্যয় ও উত্তোলন বাদ দিলে মালিকানা স্বত্ব পাওয়া যায়।

মালিকানা স্বত্ব বিবরণী তৈরি করা।

হিাাববিজ্ঞানের যে বিবরণী বা ছকের মাধ্যমে মালিকানা স্বত্ব নির্ণয় করা হয় তাকে মালিকানা স্বত্ব বিবরণী বলে।
অন্যভাবে বলতে গেলে, যে বিবরণী ছকে মালিকানা স্বত্বের গানিতিক সূত্র (OE = C+R-E-D) প্রয়োগ করে মালিকানা স্বত্ব নির্ণয় করা হয়, তাকেই মালিকানা স্বত্ব বিবরণী বলে।

মালিকানা স্বত্ব বিবরণী তৈরির ধাপসমূহঃ

আগেই উল্লেখ করা হয়েছে মালিকানা স্বত্বের মধ্যে ৪টি উপাদান রয়েছে তা হল মুলধন, আয়, ব্যয়, উত্তোলন।

মুলধন

হিসাব কালের বা ব্যবসা শুরুর দিনের যে মুলধন রয়েছে তা হল প্রারম্ভিক মুলধন। এটির সাথে আরো অন্য্যন্য মুলধন সব যোগ করে মোট মুলধন নির্ণয় করা।

আয় (R) - ব্যয়(R) = নিট লাভ নির্ণয় করা।

আমরা সবাই জানি, ব্যবসা প্রতিষ্ঠানের মোট আয় থেকে মোট ব্যায় বাদ দিলে আমরা নিট মুনাফা পায়। আর মালিকানা স্বত্বে যে আয় - ব্যয় রয়েছে তার সেটার অর্থ হল লাভ বা লোকসান। তাই ঐ আয় - ব্যয় এর জায়গাই নিট লাভ/ক্ষতি ও বলা যায়। মালিকানা স্বত্ব নির্ণয় করতে, নিট লাভ/ক্ষতি অবশ্যই নির্ণয় করতে হবে।

উত্তোলন নির্ণয় করা

মালিক কর্তৃক সকল উত্তোলন এই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত করা হয়। তাই সকল মালিক কর্তৃক উত্তোলন বাদ যাবে। মালিক ব্যবসা প্রতিষ্ঠান হতে নগদ অর্থ, পন্য বা সেবা যেকোনো কিছু উত্তোলন করতে পারে, সব গুলোই উত্তোলনে অন্তর্ভুক্ত হবে।

এবং সকল উত্তোলন মালিকানা স্বত্বে বাদ হয়।

মালিকানা স্বত্ব বিবরণীর নমুনা ছক

বিবরণ টাকা টাকা টাকা
মুলধন
+ অতিরিক্ত মুলধন


মোট মুলধন

৫০,০০০
২০,০০০




৭০,০০০
(+) নিট লাভ (ক্ষতি হলে বাদ হবে) ৪০,০০০
১,১০,০০০
উত্তোলন

নগদ উত্তোলন
পন্য উত্তোলন
সম্পদ উত্তোলন
(+) আয়কর
জীবনবীমা প্রিমিয়াম
মোট উত্তোলন

২,০০০
০০০
০০০
০০০
০০০







(২০০০)
মালিকানা স্বত্ব ১০৮০০০
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url