কমিশন প্রাপ্তি জাবেদা বা কমিশন পাওয়া গেলে জাবেদা - NagorikSebaBD
কাউকে কোন কাজ করে দিলে সে কাজের বা সে কাজ হতে লাভের কিছু অংশ পাওয়া গেলে তাকেই কমিশন প্রাপ্তি বলে।
কমিশন প্রাপ্তি জাবেদা বা কমিশন পাওয়া গেলে এর জাবদো
১. ৩,০০০ টাকা কমিশন পাওয়া গেল।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
নগদান হিসাব -- ডেবিট
কমিশন হিসাব -- ক্রেডিট |
৩,০০০ |
৩,০০০ |
২. কম্পিউটারে অপারেটিং সিস্টেম সেটআপ করে দিয়ে ৫০০ টাকা পাওয়া গেল। (কম্পিউটার হার্ডওয়্যার এর ব্যবসা)
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
২. |
নগদান হিসাব -- ডেবিট
কমিশন হিসাব -- ক্রেডিট |
৫০০ |
৫০০ |