কন্ট্রা এন্ট্রি কি, কোন গুলো ও নগদান বইতে লিপিবদ্ধ - NagorikSebaBD

ব্যবসায়ের কোন লেনদেন এর জাবেদা দাখিলার যে দুটি পক্ষ হয়ে থাকে, সেই দুটি পক্ষ যদি একটি নগদান হিসাব ও আরেকটি ব্যাংক হিসাব হয়ে থাকে, তখন উক্ত লেনদেনটি কন্ট্রা এন্ট্রি হবে।

কন্ট্রা এন্ট্রি কি, কোন গুলো ও নগদান বইতে লিপিবদ্ধ

কন্ট্রা এন্ট্রি নগদান বইতে লিপিবদ্ধ করণ

কন্ট্রা এন্ট্রি নগদান বইতে লিপিবদ্ধ করার সময় খতিয়ান পৃষ্ঠা কলামে ক/সি/C যে একটি লিখতে হবে। কন্ট্রা এন্ট্রি নগদান বইতে লিপিবদ্ধ করার সময় ডেবিট ও ক্রেডিট উভয় পাশে উল্লেখ করতে হবে।

কারণঃ কন্ট্রা এন্ট্রি তে নগদান হিসাব ও ব্যাংক হিসাব ডেবিট ও ক্রেডিট পক্ষে থাকবেই থাকবেই। এবং উক্ত নগদান হিসাব ও ব্যাংক হিসাব ও নগদান বইতে লিপিবদ্ধ হয়। তাই নগদান হিসাবের জন্য একবার ডেবিট অথবা ক্রেডিট আবার ব্যাংক হিসাবের জন্য ডেবিট ও ক্রেডিট পাশে

কন্ট্রা এন্ট্রি কোনগুলো

কয়েকটি কন্ট্রা এন্ট্রির লেনদেন ও ব্যাখ্যা নিচে দেওয়া হল

১. ব্যাংকে টাকা জমা দেওয়া হল ১৩,০০০ টাকা।
উক্ত লেনদেনটির জাবেদা দাখিলা হল

  • ব্যাংক হিসাব -- ডেবিট
  • নগদান হিসাব -- ক্রেডিট

উক্ত লেনদেনটির দুটিই পক্ষের একটি ব্যাংক হিসাব ও অপরটি নগদান হিসাব। তাই এই লেনদেনটি কন্ট্রা এন্ট্রি।

২. ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ১০,০০০ টাকা।
উক্ত লেনদেনটির জাবেদা দাখিলা হল

  • নগদান হিসাব -- ডেবিট
  • ব্যাংক হিসাব -- ক্রেডিট

উক্ত লেনদেনটির দুটিই পক্ষের একটি ব্যাংক হিসাব ও অপরটি নগদান হিসাব। তাই এই লেনদেনটি কন্ট্রা এন্ট্রি।

৩. ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা।
উক্ত লেনদেনটির জাবেদা দাখিলা হল

  • নগদান হিসাব -- ডেবিট
  • ব্যাংক হিসাব -- ক্রেডিট

উক্ত লেনদেনটির দুটিই পক্ষের একটি ব্যাংক হিসাব ও অপরটি নগদান হিসাব। তাই এই লেনদেনটি কন্ট্রা এন্ট্রি।

৪. পণ্য বিক্রয় ১০,০০০ টাকা যার মধ্যে ৬,০০০ টাকার চেক ও অবশিষ্ট টাকা নগদে পাওয়া গেল।
উক্ত লেনদেনটির জাবেদা দাখিলা হল

  • ব্যাংক হিসাব -- ডেবিট
  • নগদান হিসাব -- ডেবিট
  • বিক্রয় হিসাব -- ক্রেডিট

উক্ত লেনদেনটিতে তিনটি পক্ষ রয়েছে। যার দুটি ডেবিট ও একটি ক্রেডিট (বিক্রয় হিসাব)। এখানে নগদ ও ব্যাংক উভয়ই ডেবিট। তাই এই লেনদেনটি কন্ট্রা এন্ট্রি হবেনা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url