বিক্রিত পণ্যের ব্যয় কি এবং সূত্র ও নির্ণয় করা - NagorikSebaBD
এই পোস্টের সকল কন্টেন্ট
কারবারের কোন নির্দিষ্ট হিসাবকালে ক্রয় ও ক্রয় বা উৎপাদন সংক্রান্ত যে সকল সরাসরি খরচ অর্থাৎ প্রত্যেক্ষ খরচ হয়ে তাকে সেগুলো সমষ্টিই হল বিক্রিত পণ্যের ব্যয়।
বিক্রিত পণ্যের ব্যয় এর ব্যাখ্যা
নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ আয় বা রাজস্ব হয় তার জন্য ক্রয় ও ক্রয় বা উৎপাদন সংক্রান্ত যে সকল সরাসরি বা প্রত্যেক্ষ খরচ বা ব্যয় হয়ে তাকে তাকেই বিক্রিত পণ্যের ব্যয়।
ধরা যাক, ২০২২ইং তে ১৪,০০,০০০ টাকা আয় বা বিক্রয় হল। এখন এই ১৪,০০,০০০ টাকা বিক্রয় করার জন্য তাকে ক্রয় ও ক্রয় সংক্রান্ত সকল সরাসরি খরচ হল ৯,০০,০০০ টাকা। এই ৯,০০,০০০ টাকাই হল বিক্রিত পণ্যের ব্যয়।
প্রত্যেক্ষ খরচ কি এবং কোনগুলো
ক্রয় বা উৎপাদন সংক্রান্ত যে সকল সরাসরি ব্যয় বা খরচ হয় তাকেই প্রত্যেক্ষ খরচ বলে। যেমনঃ ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক ইত্যাদি।
প্রত্যেক্ষ খরচের চার্ট বা হিসাব সমূহ হল
- ক্রয় পরিবহন
- জাহাজ ভাড়া/ডক চার্জ
- মজুরি
- আমদানি শুল্ক
- কারখানা সংক্রান্ত সকল খরচ (গ্যাস, বিদ্যুৎ, কারখানা ভাড়া, জ্বালানি)
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় বা বিক্রিত পণ্যের ব্যয় চার্ট
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হল প্রারম্ভিক মজুদ পণ্য + নিট ক্রয় + প্রত্যেক্ষ খরচ - সমাপনী মজুদ পণ্য
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের চার্ট
বিবরণ | টাকা | টাকা | টাকা |
---|---|---|---|
বিক্রিত পণ্যের ব্যয়
প্রারম্ভিক মজদু পণ্য যোগঃ নিট ক্রয় ক্রয় বাদ: ক্রয় ফেরত ও ক্রয় বাট্টা যোগ: অলিখিত ক্রয় যোগ: প্রত্যেক্ষ খরচ সমূহ ক্রয় পরিবহন মজুরি আমদানি শুল্ক জাহাজ ভাড়া/ডক চার্জ গ্যাস, জ্বালানি, কারখানা ভাড়া বাদ: সমাপনী মজুদ পণ্য বিক্রিত পণ্যের ব্যয় |
**** (***) *** |
*** **** *** *** *** *** *** **** (***) |
**** |