ডেবিট নোট কি, কে তৈরি করে এবং কেন তৈরি করা হয় - NagorikSebaBD
ক্রেতা যদি কোন পণ্য ফেরত পাঠায়, সেই পণ্যের দর, পরিমাণ ও বিস্তারিত একটি নোট লিখে বিক্রেতাকে পাঠায় তাকেই ডেবিট নোট বলে।
ডেবিট নোট কে তৈরি করেন
ডেবিট নোট ক্রেতা তৈরি করে এবং তা বিক্রেতার নিকঠ প্রেরণ করে।
ডেবিট নোট কেন তৈরি করা হয়
ক্রেতা যদি কোন পণ্য বিক্রেতার কাছে ফেরত পাঠায়, ফেরতকৃত পণ্যের দর, পরিমাণ ও বিস্তারিত তথ্য এই নোটের মাধ্যমে দেওয়া হয়। এবং এটি প্রদানের ফলে, যে পরিমাণ পণ্য ফেরত পাঠায় সেই ফেরতের প্রমাণ সরূপ থাকে।
ডেবিট নোট এর বৈশিষ্ট্য
ডেবিট নোট তৈরি করার সময় যেসব বিষয় উল্লেখ থাকতে হবে।
- ফেরতকৃত পণ্যের পরিমাণ, দর
- ফেরতের কারণ
- ক্রেতার স্বাক্ষর
- বিক্রেতার নাম
- বিক্রেতার ঠিকানা
ডেবিট নোটের নমুনা ছক
ডেবিট নোট নং - ৫৬
প্রাপকের নামঃ মেসার্স সপ্না এন্টারপ্রাইজ
ঠিকানাঃ ৩৪, সিআরবি, চট্টগ্রাম
সূত্রঃ ক্রয়/চালান নং-২৪৫ / ৮ই এপ্রিল
ইমরান ট্রেডার্স
ডেবিট নোট
তারিখ: ২০ই এপ্রিল ২০২২
ক্রমিক নং | বিবরণ | টাকা |
---|---|---|
০১ | প্রতিটি ২৪০ টাকা দরে ৫০ পিজ শার্ট কোয়ালিটি খারাপ হওয়ায় ফেরত পাঠানো হল। | ১,২০,০০০ |
কথায়ঃ একলক্ষ বিশ হাজার টাকা।
ক্রয় ব্যবস্থাপক