অবচয় কি ও কাকে বলে, অবচয়ের জাবেদা - NagorikSebaBD

ব্যবসায়ে কোন সম্পত্তি নির্দিষ্ট হিসাব কালে ব্যবহারের ফলে সে সম্পদের দাম যে পরিমান কমে যায় থাকেই অবচয় বলে।

অবচয় কি ও কাকে বলে, অবচয়ের জাবেদা

অবচয় এর ব্যাখ্যা

ধরুন, আপনি ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি মেশিন ক্রয় করলেন। এখন মেশিনটা আপনি সারা জীবন ভালো থাকবে, বা এর মূল্য একই থাকবে তা হয় না।

অর্থাৎ ঐ মেশিনটার একটি আনুমানিক আয়ুষ্কাল থাকবে, এবং প্রত্যেক বছর ব্যবহারের পর সেই মেশিনের দাম কমে যাবে। এই যে প্রতিবছর বা প্রতি হিসাবকালে মেশিটির যেই পরিমান টাকা কমে যাবে সেটিই হল অবচয়।

ধরুন আপনি একটি মেশিনটি ৮০,০০০ টাকা দিয়ে কিনলেন। এখন ১ বছর মেশিনটি ব্যবহার করার পর, আপনি সেই মশিনটি আর ৮০,০০০ টাকায় বিক্রয় করতে পারবেন না৷ ধরুন আপনি মেশিনটি ৭২,০০০ টাকায় বিক্রয় করতে পারবেন। এখন এই যে ৮০০০ টাকা কমে বিক্রয় করবেন সেটিই মূলত মেশিনটির অবচয়।

এক কথায়, ব্যবসায়ে যে পরিমান সম্পদ ব্যবহার হয়ে যায় বা করে পেলে সেটিই অবচয়৷

অবচয় এর হিসাব সমীকরণের প্রভাব

ব্যবসায়ের সম্পদসমূহের ব্যবহারেই হল অবচয়। তাই অবচয় হল একটি পরিচালন ব্যয় বা খরচ। যেটির সংঘটিত হওয়ার ফলে, ব্যবসায়ে খরচ হ্রাস পায় ও সম্পদও হ্রাস পায়।

যন্ত্রপাতির অবচয় ধার্য হল ১০,০০০ টাকা। লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব দেখানো হল

A = L + OE মন্তব্য
নগদ ব্যাংক যন্ত্রপাতি = দায় সমূহ + মালিকানা স্বত্ব
(১০,০০০) = + (১০,০০০) ব্যয় হিসাব

অবচয়ের জাবেদা বা অবচয় জাবেদা বইতে অন্তর্ভুক্ত করণ

অবচয় হল একটি পরিচালব খরচ। এর জাবেদা হল
অবচয় হিসাব --- ডেবিট
সম্পত্তি(যন্ত্রপাতি, মেশি আসবাবপত্র) হিসাব -- ডেবিট তবে এটি হল সনাতব পদ্ধতি।

অবচয়ের জাবেদা দুভাবে করা যায়।

  • সনাতন পদ্ধতি
  • আধুনিক পদ্ধতি
নিচে দুই ভাবে জাবেদা করে দেওয়া হল

যন্ত্রপাতির অবচয় ১০০০০ টাকা এর জাবেদা হল

সনাতন পদ্ধতি

তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
---
অবচয় -- ডেবিট
যন্ত্রপাতি --- ক্রেডিট
১০,০০০
১০,০০০

আধুনিক পদ্ধতি

তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
---
অবচয় -- ডেবিট
অবচয় সঞ্চিতি --- ক্রেডিট
১০,০০০
১০,০০০
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url