অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ ও সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়

অবচয় হল স্থায়ী সম্পদের ব্যয় বন্টন এর প্রক্রিয়া। এটির মাধ্যমে নির্দিষ্ট হিসাবকালে মোট স্থায়ী সম্পদ এর মোট ব্যয় কত হয়েছে তা নির্ধারণ করা হয়।

আজকে আমরা জানব অবচয় নির্ণয়ের পদ্ধতি ও সূত্রসমূহ

অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ

ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণ ও প্রকৃতির সম্পত্তি ব্যবহৃত হয়। একই পদ্ধতিতে সকল সম্পত্তির অবচয় নির্ধারণ করা যুক্তি সংগত নয়। ফলে বিভিন্ন প্রকার সম্পত্তির অবচয়ের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহারের প্রয়োজন হয়। অবচয় নির্ধারণের জন্য বাস্তবে বিভিন্ন পদ্ধতি রয়েছে। তবে সকল পদ্ধতি একই ব্যবসায়ে ব্যবহৃত হয় তা নয়। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী অবচয় নির্ধারণের পদ্ধতি ঠিক করে থাকে। তবে একটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরণের সম্পত্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অবচয় পদ্ধতি অনুসরণ করতে পারে।

অবচয় নির্ণয়ের পদ্ধতি সমূহ ও সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়

অবচয় নির্ণয়ের জন্য নিচের কয়েকটি পদ্ধতি পদ্ধতি অনুসরণ করা হয়। সেগুলো হল

  • সরলরৈখিক পদ্ধতি
  • ক্রমহ্রাসমান জের পদ্ধতি
  • দ্বৈতহ্রাসমান জের পদ্ধতি
  • উংপাদন ঘন্টা পদ্ধতি
  • উৎপাদন একক পদ্ধতি
  • বর্ষসংখ্যা পদ্ধতি

সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়

সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমান প্রত্যেক বছর সমান থাকে। মোট অবচয় যোগ্যে টাকার পরিমান কে মোট আয়ুষ্কাল দিয়ে ভাগ করলেই এই পদ্ধতিতে অবচয় পাওয়া যায়৷

সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়েট সূত্র

সরলরৈখিক পদ্ধতি অবচয় নির্ণয়ের সূত্র হল অবচয় = (সম্পত্তির ক্রয়মূল্য - ভগ্নাবশেষ মূল্য) ÷ আয়ুষ্কাল

সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্রের ব্যাখ্যা

উপরে উল্লিখিত অবচয় নির্ণয়ের সূত্রের মধ্যে সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে।

প্রত্যেকটা স্বায়ী সম্পদের নির্দিষ্ট একটা মোয়াদ থাকে। যেমন, যন্ত্রপাতি, আসবাবপত্র সারা জীবন ভালো থাকবে বা ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট একটা মোয়াদের পর এই সম্পত্তিও আর ব্যবহার করা যাবে না। এই নির্দিষ্ট মেয়াদের পর ঐ সম্পত্তি যে পরিমান টাকায় বিক্রয় করা যাবে সেটিই হল ভগ্নাবশেষ মূল্য।

ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পরা সেটিকে বলা হল অবচয়যোগ্য মূল্য। এই অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে প্রতি বছরের অবচয় পাওয়া যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url