ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার নিয়ম - NagorikSebaBD

আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন কিংবা আপনার আইডি পান নাই, খুব সহজেই আপনার আইডি কার্ড বের করতে পারবেন। শুধুমাত্র আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন।

কিভাবে ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করবেন?

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার


ধাপ - ১ : NID Server এ প্রবেশ করা।

আপনাকে NID Server “https://services.nidw.gov.bd/” এ প্রবেশ করতে হবে।  এই সাইটে প্রবেশ করার পর নিচের ছবির মত দুটি বাটন থাকবে, সেখান থেকে আপনাকে  “রেজিস্টার করুন ” বাটনটিতে ক্লিক করতে হবে। 

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার

ধাপ - ২ : ভোটার স্লিপ নাম্বার দেওয়ার নিয়ম 

এর পর আপনার সামনে একটি ফর্ম আসবে সেই ফর্মে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার বা ফর্ম নাম্বার দিতে সেখানে আপনার ভোটার করার সময় প্রাপ্ত স্লিপ নাম্বারটি বসাবেন। 

স্লিপ নাম্বার টিতে সামনে যদি NIDFN না থাকে তাহলে অবশ্যই তা নাম্বার এর সামনে দিয়ে দিতে হবে। উদাহারণ সরূপ : স্লিপ নাম্বার এ যদি 134539419 থাকে। লিখার সময় আপনাকে অবশ্যই “NIDFN145449419” লিখে দিতে হবে।  

এবং জন্ম তারিখ ও ক্যাপচা পুরন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। 

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার

ধাপ - ৩ : ভোটার স্লিপ নাম্বার দিয়ে আইডি বের করার সময় ঠিকানা দেওয়া।

এরপর ব্যক্তির বর্তমান ও স্থায়ী ঠিকানার বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করতে হবে। সঠিকভাবে ঠিকানা নির্বাচন করার পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। 

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার


ধাপ - ৪ : মোবাইল নাম্বার দেওয়া ও ভেরিফাই করা

এরপরের পেইজে আপনার কাজ থেকে মোবাইল নাম্বার খুজবে। অথবা আবেদনের সময় যদি মোবাইল নাম্বার দেওয়া হয়, সেই  এ যদি আপনার কাছে থাকে তখন কোড পাঠান বাটনে ক্লিক করে, মোবাইলে প্রাপ্ত কোডটি দিয়ে ভেরিফাই করবেন। 


আর যদি মোবাইল পরিবর্তন করতে হয় পরিবর্তন করুন বাটনে ক্লিক করে নতুন আরেকটি নাম্বার প্রদান করে সে নাম্বার প্রাপ্ত কোডটি বহাল বাটনে ক্লিক করে ভেরিফাই করুন। 

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার

ধাপ - ৫ : NID Wallet Apps ব্যক্তি ভেরিফাই করা।

আপনার এনড্রয়েট মোবাইল এ NID Wallet নামে একটি এপস ইনস্টল করে নিতে হবে। ওয়েবসাইডে মোবাইল নাম্বার ভেরিফাই করার পর আপনাকে একটা QR Code আসবে। আপনার এনড্রয়েট মোবাইলে NID Wallet এপস এ প্রবেস করলে কোডটি স্কেন করতে পারবে। 

স্কেন করার পর আপনাকে বামে ডানে সোজা ও চোখের পলক পেলে ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন সম্পন্ন হলে ওয়েবসাইটে ওটোমেটিক রিলোড নিবে।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার

ধাপ- ৬ : ইউজার পাসওয়ার্ড সেট করা।

ব্যক্তির ছবি ভেরিফাই করার পর আপনাকে ইউজার সেট করার জন্য দুটি বাটন আসবে,আপনি যদি পরবর্তীতি আবার ঐ ব্যক্তির একাউন্টে লগইন করতে চান তাহলে সেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন এবং ইউজার পাসওয়ার্ড সেট করে বহাল বাটনে ক্লিক করুন,  আর না চাইলে এড়িয়ে যান বাটনে করুন।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার


ধাপ - ৭ : এনআইডি বের করার নিয়ম : ডাউনলোড করা

এরপরের হোম পেইজে নিয়ে যাবে, সে পেইজে নিচে ডাউনলোড নামে এটকা বাটন থাকবে, যেটিতে ক্লিক করলে আপনার আইডি কার্ড ডাউনলোড হযে যাবে।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার

এনআইডি ডাউনলোড করতে না পারলে করনীয়।

ভোটার স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার

ডাউনলোড এ যাওয়ার পর আইডি ডাউনলোড না হয়ে যদি উপরের লেখার মত আসে, তখন আপনি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। যদি নতুন ভোটার হয়ে থাকেন অবশ্যই ডাউনলোড হবে। ডাউনলোড না হলে আপনাকে রিইস্যু করতে হবে। 


দ্রুত আইডি কার্ড উত্তোলনের জন্য Whatsapp এ যোগাযোগ করুন WhatsApp Link

FAQ : স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করা

ভোটার স্লিপ নাম্বার কিভাবে দিব?

স্লিপ এ আপনার স্লিপ নাম্বার এর আগে NIDFN থাকুক বা নাই থাকুক, NIDFN টা নাম্বারের আগে দিতে হবে। 

হারানো আইডি কার্ড উত্তোলনের জন্য পেমেন্ট কিভাবে করব?

উ: হারানো আইডি কার্ড উত্তোলনের জন্য রিইস্যু ফি বিকাশে প্রদান করা যাবে। তার জন্য পে-বিল এ গিয়ে সরকারি ফি থে NID Service এ পেমেন্ট করতে হবে।  

হারানো আইডি কার্ড উত্তোলনের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে?

নরমাল  ডেলিভারির ক্ষেত্রে ২৩০ টাকা ও আরওজন্ট ডেলিভারির ক্ষেত্রে ৩৪৫ টাকা প্রদান করতে হবে।

হারানো আইডি কার্ড উত্তোলনের জন্য রিইস্যুর পর আইডি কার্ড পেতে কত দিন লাগবে?

নরমাল ডেলিভারির ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে ও আরজেন্ট ডেলিভারির ক্ষেত্রে ৭ দিনের মধ্যে পাওয়া যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url