উত্তোলন কি ও কাকে বলে। উত্তোলনের জাবেদা দাখিলা - NagorikSebaBd
হিসাববিজ্ঞানে উত্তোলন হল ব্যবসায়ের একটি উপাদন যেটি মালিকানাস্বত্বের একটি অংশ বিশেষ। আজকে আমরা জানব, উত্তোলন কি এবং কখন কোন লেনদেন উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে?
উত্তোলন কি বা কাকে বলে?
যদিও উত্তোলন শব্দের অর্থ তোলা। কিন্তু ব্যবসায় বা হিসাববিজ্ঞানের ভাষায় উত্তোলন হল ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্তৃক ব্যবসা হতে কোন কিছু (নগদ, পন্য, সেবা) গ্রহন বা নিয়ে থাকলে, তাকেই উত্তোলন বলে।
লেনদেন কখন উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে বা হবে না
উত্তোলন হিসাবে তখনই অন্তর্ভুক্ত হবে যখন মালিক তার নিজ প্রয়োজনে ব্যবসা হতে কোন কিছু গ্রহন করবে, সেটি হতে পারে নগদ অর্থ, ব্যাংক টাকা, কোন পন্য, বা সেবা৷
মালিক যদি নিজ প্রয়োজনে কোন কিছু ব্যবসা হতে না তুলে, বা উত্তোলন করলেও যদি সেই পরিমান অর্থ মালিক তার নিজ পকেট থেকে সেই অর্থ পরিশোধ করে দেয়, তাহলে সেটি উত্তোলন হিসাববিজ্ঞানে উত্তোলন হিসাবে আসবে না।
উদাহারণ সরূপঃ ধরুন ব্যাংক হতে উত্তোলন ২০,০০০ টাকা। এই লেনদেনটি উত্তোলন দ্বারা শুধু মাত্র বোঝানো হয়েছে ব্যাংক হতে টাকা তুলছেন। অর্থাৎ ব্যবসায়ের নামে যে ব্যাংক একাউন্ট আছে সেখান থেকে টাকা তুলে ব্যবসায়ে নগদ টাকা আনা হয়েছে। এখন সেই টাকা মালিকের প্রয়োজনে উত্তোলন করে নাই, ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তাই লেনদেনটি উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে না।
উত্তোলনের জাবেদা দাখিলা
যদি মালিকের প্রয়োজনে উত্তোলন করে সেটিই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে। নিচে কয়েকটি উত্তোলনের লেনদেন ও এদের জাবেদা দেওয়া হল
নগদ উত্তোলনের জাবেদা
১.ব্যবসা হতে মালিক তার মেয়ের স্কুলের বেতন পরিশোধ করলেন ২,০০০ টাকা
তারিখ | বিবরণ | খঃ পৃঃ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|---|
১. |
উত্তোলন হিসাব -- ডেবিট নগদান হিসাব -- ক্রেডিট |
২,০০০ | ২,০০০ |
ব্যাখ্যাঃ যেহেতু মালিক তার ব্যাক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করেছেন, তাই সেটি অবশ্যই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে।
পণ্য উত্তোলনের জাবেদা
২. মালিক তার নিজ প্রয়োজন ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।
তারিখ | বিবরণ | খঃ পৃঃ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|---|
২. |
উত্তোলন হিসাব -- ডেবিট ক্রয় হিসাব -- ক্রেডিট |
৩,০০০ | ৩,০০০ |
ব্যাখ্যাঃ যেহেতু মালিক তার ব্যাক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন করেছেন, তাই সেটি অবশ্যই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে।
সেবা উত্তোলনের জাবেদা
৩. ৬,০০০ টাকা মূল্যের মালিকের গাড়ী মেরামত করেন।
তারিখ | বিবরণ | খঃ পৃঃ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|---|
৩. |
উত্তোলন হিসাব -- ডেবিট সেবা আয় -- ক্রেডিট |
৬,০০০ | ৬,০০০ |
ব্যাখ্যাঃ যেহেতু মালিক তার ব্যাক্তিগত গাড়ী ব্যবসা হতে মেরামত করে নেন, তাই সেটি অবশ্যই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে।