ই-পাসপোর্ট আবেদন ভুল হলে বাতিল করার নিয়ম - NagarikSebaBD
ই-পাসপোর্ট বানানোর জন্য আবেদন সাবমিট করার পর যদি কোন ভুল থেকে যায়, তখন সেটি আর অনলাইনে সংশোধন/এডিট করা যায় না। এবং একই এনআইডি দিয়ে দুইবার আবেদন করা যাবেনা। তাই আজকে আমরা জানব কিভাবে আপনার ই-পাসপোর্ট আবেদন বাতিল করতে হবে।
ই-পাসপোর্ট আবেদনে ভুল হলে সংশোধন করার নিয়ম:
ই-পাসপোর্ট আবেদনে ভুল হলে সেটি সংশোধন করার জন্য আপনাকে পাসপোর্ট অফিস এ যেতে হবে। সেখানে প্রসেসিং কর্মকতাকে আপনার ভুল তথ্য গুলো সংশোধন করে দিতে বলেন। উক্ত কর্মকর্তা যদি ভুল ঠিক না করে, তখন আপনাকে অবশ্যই আবেদন ফর্মটি অনলাইন থেকে বাতিল করতে হবে।
ই-পাসপোর্ট আবেদন ভুল হলে বাতিল করার নিয়ম
ই-পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য আপনাকে পাসপোর্ট অফিসে পরিচালক/উপপরিচালক / সহকারী পরিচালক বা উপ-সহকারী পরিচালক এর কাছে নিচের লিস্টের কাগজপত্র গুলো নিয়ে যেতে হবে।
- ই-পাসপোর্ট আবেদনের কপি
- Summary Copy নিয়ে যেতে হবে।
- আবেদন দরখাস্ত (নিচে নমুনা দরখাস্ত দেওয়া আছে)
নিচে ই-পাসপোর্ট আবেদন বাতিল এর জন্য দরখাস্ত
তারিখ: . . . . . . . . . . . . . .
বরাবর,
সহকারী পরিচালক,
আঞ্চলিক পাসপোর্ট অফিস, নোয়াখালী।
বিষয়: ই পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি (নাম) ……………………, পিতা:……………………., মাতা: …………………….। আমি গত ……../……./………. তারিখে ই পাসপোর্টের একটি জন্য আবেদন করি যার অনলাইন রেজিঃ আইডি নং OID100879**। কিন্তু ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে আমার (নাম/জন্ম তারিখ/মোবাইল নম্বর/জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর/অন্য কোন তথ্য) ভুল লেখা হয়। এমতাবস্থায় আবেদনটি বাতিল করে আমি নতুনভাবে আবেদন করতে চাই।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, উপরিউক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার ই পাসপোর্ট আবেদনটি বাতিল করতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক-
(নাম)
গ্রাম, উপজেলা, চট্টগ্রাম।
মোবাইল- 01835111111
ই-পাসপোর্ট আবেদন বাতিল করার সতর্কবার্তা
অনলাইন পেমেন্ট করলে
ই-পাসপোর্ট আবেদন করার সময় যদি আপনি অনলাইন পেমেন্ট করে থাকেন, তাহলে আপনি যদি আবেদন বাতিল করে দেন, তাহলে সেই পেমেন্ট আর গ্রহন করা হবে না। অর্থাৎ আপনি সেই পেমেন্ট স্লিপটি আর ব্যবহার করতে পারবেননা।