কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে ও কখন অন্তর্ভুক্ত হবেনা

সমাপনী মজুদ পণ্য একটি হিসাবকাল বা বছর শেষে যে পরিমান পণ্য অবিক্রীত থেকে যায়, তাকেই সমাপনী মজুদ পণ্য বলে।

কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে ও কখন অন্তর্ভুক্ত হবেনা

আজকে আমরা জানব, কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, কখন অন্তর্ভুক্ত হবেনা৷ আমাদের এই আর্টিকেল টি ভালো করে পড়লে, আপনি রেওয়ামিলে সমাপনী মজুদ পণ্য নিয়ে আর ভুল করবেননা।

কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয়

সমাপনী মজুদ পণ্য কখন অন্তর্ভুক্ত হবে তা জানার আগে আমরা সমন্বিত ক্রয় কি তা জানতে হবে।

সমন্বিত ক্রয় : সমন্বিত ক্রয় হল একটি ব্যবসায়ের নির্দিষ্ট হিসাবকাল বা বছরে যে পরিমান পণ্য বিক্রয় করা হয় তা নির্ণয় করাকেই সমন্বিত ক্রয় বলা হয়।

এই সমন্বিত ক্রয় নির্ণয় করার নিয়ম হল : প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয় - সমাপনী মজুদ পণ্য

তাহলে, সমন্বিত ক্রয়ের সূত্র বা নিয়ম থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি, যদি সমন্বিত ক্রয় দেওয়া থাকে তখন ক্রয় ও প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নাই। আর যেহেতু সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া আছে, তাই এটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে।

অর্থাৎ রেওয়ামিলে যদি সমন্বিত ক্রয় রেওয়ামিলে আসে তখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে।

কখন সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না?

উপরের সমন্বিত ক্রয়ের নিয়মটা দেখে খুব সহজেই বুঝতে পারব যে, যদি সমন্বিত ক্রয় না থাকে তখন আর সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবেনা।

এর কারণ হল, প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয় অন্তর্ভুক্ত করলে, সমাপনী মজুদ পণ্য এই দুটির আছে। যদি আবার সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করা হয়, তাহলে একই পণ্য দুই বার লিপিবদ্ধ হয়ে যাবে।

কারণ, এই বছরের পণ্য (প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয়) থেকে কিছু পণ্য থেকে গেলেই সেগুলোই সমাপনী মজুদ পণ্য। তাই (প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয়) অন্তর্ভুক্ত হলে সেখানে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর অন্তর্ভুক্ত করার প্রয়োজন নাই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url