সমাপনী মজুদ পণ্য কি এবং এটি কি হিসাব, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কিনা - NagorikSebaBD

হিসাবকাল বা বছরের শেষে যে পরিমাণ পণ্য থেকে যায়, তাকেই সমাপনী মজুদ পণ্য বলে।

ধরা যাক, একটি ব্যবসা প্রতিষ্ঠান ২০২২ইং তে বছরের শেষে ৩৫,০০০ টাকার পণ্য রয়ে গেছে। এই যে ৩৫,০০০ টাকার পণ্য রয়ে গেছে সেটিই সমাপনী মজুদ পণ্য।

সমাপনী মজুদ পণ্য কি এবং এটি কি হিসাব, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কিনা

সমাপনী মজুদ পণ্য কি হিসাব

যেহেতু যে পণ্য থেকে সেটিং সমাপনী মজুদ পণ্য। তাই সমাপনী মজুদ পণ্য হল সম্পদ হিসাব। যেহেতু এই সম্পদের স্থায়ীত্ব ১ বছরের চেয়ে বেশি হবেনা, তাই সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ।

সমাপনী মজুদ পণ্যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কিনা

যদি রেওয়ামিলে ক্রয় হিসাব লিপিবদ্ধ করা হয়, তখন সমাপণী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। কারণঃ এই সমাপণী মজুদ পণ্য হল ক্রয়ের একটি অংশ (যেটা বিক্রয় হয় নি সেটিই সমাপনী মজুদ পণ্য) তাই যদি ক্রয় হিসাব অন্তর্ভুক্ত করা হয় আর সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করলে একই পণ্য দুইবার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে না৷

সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে কখন অন্তর্ভুক্ত হয়

যদি ক্রয় দেওয়া না থাকে। এবং সমন্বিত ক্রয় থাকলে তখন সমন্বিত ক্রয় ও সমাপনী মজুদ পণ্য উভয়ই উল্লেখ করতে হবে। কারণ সমন্বিত ক্রয় এ এই সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত থাকে না, তাই সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url