অলীক সম্পদ কি কি এবং কাকে বলে? - NagorikSebaBD

ব্যবসায়ের যেকল সম্পদের কোন আর্থিক মূল্য বা বিনিময় মূল্য থাকে না, সে সকল সম্পদকেই অলীক সম্পদ বলে।

অর্থাৎ, এককথায় যেসব সম্পত্তির বাস্তবিক কোন অস্তিত্ব নাই বা ব্যবহার করা যায় না সেগুলোকেই অলীক সম্পদ বলে।

অলীক সম্পদ কি কি এবং কাকে বলে?

অলীক সম্পদ কি কি?

অলীক সম্পত্তি হল ভুয়া সম্পত্তি, অবাস্তব সম্পত্তি, কাল্পনিক সম্পত্তি নামেও পরিচিত ব্যবসায়ের সকল অসমন্বয়কৃত ব্যয়সমূহ এর অবাস্তব সম্পত্তির অন্তর্ভুক্ত হয়।

অলীক সম্পদ এর উদাহারণঃ

  • পুরাতন পরিত্যক্ত দালানকোঠা,
  • শেয়ার ও ঋণপত্রের বাট্টা
  • লাভ-লোকসান আবণ্টন হিসাবের ডেবিট উদ্বৃত্ত,
  • প্রাথমিক খরচাবলী
  • বিলম্বিত বিজ্ঞাপন
  • শেয়ারের দালাল/দয়গ্রাহক/অবলেখকের কমিশন ইত্যাদি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url