বিক্রয়ের উদ্দেশ্য আসবাবপত্র বা যন্ত্রপাতি ক্রয় জাবেদা
স্বাভাবিক ভাবে কোন আসবাবপত্র, যন্ত্রপাতি, মেশিন বা কোন সম্পদ ক্রয় করলে, তা ব্যবহারের জন্য ক্রয় করে থাকে। তাই এটি ঐ সম্পদের হিসাবে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হবেনা৷
অর্থাৎ সহজভাবে বলতে গেলে এটি পন্যদ্রব্য নয় বা ক্রয় হিসাব নয়, এটি ব্যবসায়ের সম্পদ হিসাবে অন্তর্ভুক্ত হবে।
বিক্রয়ের উদ্দেশ্য আসবাবপত্র বা কোন সম্পত্তি ক্রয়ের লেনদেন
এখন, ধরুন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে কম্পিউটার কিংবা কেন মেশিন বিক্রয় করা হয়, আর সেগুলো বিক্রয় করেই আপনার ব্যবসায়ের মুনাফা হয়।
তখন যদি আপনি বিক্রয়ের জন্য কেন কম্পিউটার বা মেশিন ক্রয় করে থাকেন তখন সেগুলো আপনার ব্যবসায়ের সম্পদ না শুধুমাত্র পন্য দ্রব্য কারণ সেগুলো আপনি ব্যবসায়ের ব্যবহার করবেন না বরং বিক্রি করে মুনাফা করবেন। তখন বিক্রয়ের উদ্দেশ্য যন্ত্রপাতি বা মেশিন ক্রয়ের জাবেদা দাখিলা হবে
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
ক্রয় হিসাব -- ডেবিট
নগদান/পাওনাদার/ব্যাংক হিসাব -- ক্রেডিট |
*** |
*** |
বিক্রয়ের উদ্দেশ্য যন্ত্রপাতি
ক্রয় এর
উদাহারণঃ১
ডিজিটাল ট্রেডার্স ২০২৩ ১ম জানুয়ারি কম্পিউটার এন্ড হার্ডওয়্যার এর ব্যবসা শুরু করেন৷
লেনদেন সমূহঃ
জানু-০৯. ২৬,০০০ টাকা ধরে ১৫ টি কম্পিউটার ক্রয় করেন।
জানু-১৪: রায়হান ট্রেডার্স হতে ৩,০০,০০০ টাকার ল্যাপটপ ক্রয় করেন। চালান নং-১২৩, শর্ত : ২/১৫ n ৩০.
বিক্রয়ের উদ্দেশ্য যন্ত্রপাতি বা সম্পত্তি ক্রয়ের জাবেদা দাখিলা হবে
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
ক্রয় হিসাব -- ডেবিট
নগদান হিসাব -- ক্রেডিট |
৩,৯০,০০০ |
৩,৯০,০০০ |
২. |
ক্রয় হিসাব -- ডেবিট
রায়হান হিসাব -- ক্রেডিট |
৩,০০,০০০ |
৩,০০,০০০ |
উপরের উদাহারনের জানুয়ারি ০৯ ও ১৪ তারিখের লেনদেনগুলোতে যদিও সরাসরি উল্লেখ নায় কম্পিউটার বা ল্যাপটপ গুলো বিক্রয়ের উদ্দেশ্য ক্রয় করা হয়েছে।
কিন্তু উপরে উল্লেখ আছে ব্যবসাটি কম্পিউটার এন্ড গ হার্ডওয়্যার এর ব্যবসা, তাই ক্রয় করা কম্পিউটার ও ল্যাপটপ গুলো ধরে নিতে নিতে হবে বিক্রয়ের উদ্দেশ্য তাই সেগুলোকে কম্পিউটার হিসাব ডেবিট না ধরে ক্রয় হিসাব ডেবিট ধরা হয়েছে।
বিক্রয়ের উদ্দেশ্য আসবাবপত্র ক্রয়ের জাবেদার উদাহারণ-২
রফিক ফার্নিচারস ২০২৩ ১ম জানুয়ারি ফার্নিচার এর ব্যবসা শুরু করেন৷
লেনদেন সমূহঃ
জানু-১৩. ৭,০০০ টাকা ধরে ১৫ টি আসবাবপত্র ক্রয় করেন।
জানু-১৪: রায়হান ট্রেডার্স হতে ১,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। চালান নং-১২৩, শর্ত : ২/১৫ n ৩০.
বিক্রয়ের উদ্দেশ্য আসবাবপত্র ক্রয়ের জাবেদা দাখিলা হবে
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
ক্রয় হিসাব -- ডেবিট
নগদান হিসাব -- ক্রেডিট |
১,০৫,০০০ |
১,০৫,০০০ |
২. |
ক্রয় হিসাব -- ডেবিট
রায়হান হিসাব -- ক্রেডিট |
১,০০,০০০ |
১,০০,০০০ |