পণ্য উত্তোলন জাবেদা দাখিলা - NagorikSebaBD
মালিক যদি ব্যবসা হতে পণ্য নিয়ে তা ব্যবহার করে, তখন সেটিই মুলত পণ্য উত্তোলন হিসাবে ধরা হয়৷
এই ধরণের পণ্য উত্তোলন এর ক্ষেত্রে জাবেদা হবে।
পণ্য উত্তোলনের জাবেদা
১. মালিক তার নিজ প্রয়োজন ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।
তারিখ | বিবরণ | খঃ পৃঃ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|---|
১. |
উত্তোলন হিসাব -- ডেবিট
ক্রয় হিসাব -- ক্রেডিট |
৫,০০০ | ৫,০০০ |
ব্যাখ্যাঃ যেহেতু মালিক তার ব্যাক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে পণ্য উত্তোলন করেছেন, তাই সেটি অবশ্যই উত্তোলন হিসাবে অন্তর্ভুক্ত হবে।