চেকে পণ্য বিক্রয় জাবেদা - NagorikSebaBD
ব্যবসায়ের কোন পণ্য বিক্রয় বা সেবা প্রদান করে চেকের পায় অর্থাৎ ব্যাংকের মাধ্যমে অর্থ পায় তখন সেটিই চেকের মাধ্যমে পন্য বিক্রয় বলে।
চেকে পণ্য বিক্রয় জাবেদা হল
উদাহারণঃ
১. ৪,০০০ টাকা পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেল।
২. মক্কেলকে সেবা প্রদান করে চেক পাওয়া গেল ২,৫০০ টাকা।
৩. রহিম এর নিকট ১৫,০০০ টাকার পন্য বিক্রয় করে ৫,০০০ টাকার চেক প্রাপ্তি।
চেকে পণ্য বিক্রয় জাবেদা দাখিলা হবে
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
ব্যাংক হিসাব -- ডেবিট
বিক্রয় হিসাব -- ক্রেডিট |
৪,০০০ |
৪,০০০ |
২. |
ব্যাংক হিসাব -- ডেবিট
সেবা আয় -- ক্রেডিট |
২,৫০০ |
২,৫০০ |
৩. |
ব্যাংক হিসাব -- ডেবিট
রহিম হিসাব -- ডেবিট বিক্রয় হিসাব -- ক্রেডিট |
৫,০০০
১০,০০০ |
১৫,০০০ |
৩. নং লেনদেনে এ ১৫,০০০ টাকার পণ্য বিক্রয় করলেও চেকের মাধ্যমে টাকা পাওয়া গেছে ৫,০০০ টাকা তাই, ব্যাংক হিসাব এ ৫,০০০ টাকা লিপিবদ্ধ কর হয়৷
আর অবশিষ্ট টাকা এখনো পাওয়া যায়নি তাই দেনাদার হিসাব (রহিম হিসাব) এ ১০,০০০ টাকা লিপিবদ্ধ করা হয়।