বিনিয়োগের সুদ এর জাবেদা ও বকেয়া বিনিয়োগ সুদ এর জাবেদা

যখন আপনার ব্যবসায়ের সঞ্চিত অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্য অন্য কোথাও সেই অর্থ দেবেন তখন সেটিই বিনিয়োগ হবে৷

বিনিয়োগের সুদ এর জাবেদা ও বকেয়া বিনিয়োগ সুদ এর জাবেদা

বিনিয়োগের সুদ কি?

আপনার ব্যবসায়ের বিনিয়োগকৃত অর্থের একটি নির্দিষ্ট সমশ পরপর যে পরিমাণ মুনাফা বা লাভ পাওয়া যাবে তাকেই বিনিয়োগের সুদ বলা হয়।

বিনিয়োগ কেন লেনদেন হবে?

যে আর্থিক ঘটনার মাধ্যমে ব্যবসায়ে হিসাববিজ্ঞানের মুল তিনটি উপাদান (সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব) এর পরিবর্তন বা প্রভাব হয়, তাকেই লেনদেন বলে।

লেনদেন সম্পর্কে বিস্তারিত জেনে আসুন

যদি ব্যবসায়ের টাকা বিনিয়োগ করা হয় সেই বিনিয়োগ ও তার সম্পর্কিত সকল নেলদেন ব্যবসায়ের বইতে লিপিবদ্ধ হবে অর্থাৎ সেটি লেনদেন। অন্যাথায় লেনদেন হবে না৷

বিনিয়োগের সুদ এর জাবেদা

উদাহারণঃ
১. বিনিয়োগের সুদ প্রাপ্তি ৫,০০০ টাকা।
২. বিনিয়োগের সুদ ১০% (রেওয়ামিলে বিনিয়োগের পরিমাণ ৪৫,০০০ টাকা)

বিনিয়োগের সুদ লেনদেন গুলোর জাবেদা হবে

তাঃ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. নগদান হিসাব -- ডেবিট
বিনিয়োগের সুদ -- ক্রেডিট
৫,০০০
৫,০০০
১. নগদান হিসাব -- ডেবিট
বিনিয়োগের সুদ -- ক্রেডিট
৪,৫০০
৪,৫০০

লেনদেনগুলোর জাবেদা দাখিলার ব্যাখ্যা

যেহেতু বিনিয়োগের সুদ পাওয়া গেছে অর্থাৎ ব্যবসায়ে নগদ অর্থ আসছে। যটি একটি সুবিধা পাওয়া গেছে তাউ নগদান হিসাব ডেবিট। ও বিনিয়োগের যে সুদ ক্রেডিট হয়েছে৷

বকেয়া বিনিয়োগের সুদ জাবেদা

উদাহারণঃ
১. বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে ৫,০০০ টাকা।
২. বিনিয়োগের সুদ ১০% যা এখনো পাওয়া যায় নি। (রেওয়ামিলে বিনিয়োগের পরিমাণ ৪৫,০০০ টাকা)
৩. বিনিয়োগ সুদ ৫০০০ টাকা যার মধ্যে ৩,০০০ টাকা পাওয়া গেছে৷

বিনিয়োগের সুদ লেনদেন গুলোর জাবেদা হবে

তাঃ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. বকেয়া বিনিয়োগের সুদ -- ডেবিট
বিনিয়োগের সুদ -- ক্রেডিট
৫,০০০
৫,০০০
২. বকেয়া বিনিয়োগের সুদ -- ডেবিট
বিনিয়োগের সুদ -- ক্রেডিট
৪,৫০০
৪,৫০০
৩. নগদান হিসাব -- ডেবিট
বকেয়া বিনিয়োগের সুদ -- ডেবিট
বিনিয়োগের সুদ -- ক্রেডিট
৩,০০০
২,০০০


৫,০০০
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url