মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় কি কি এবং কাকে বলে?

যে সকল প্রাপ্তি নিয়মিত গঠিত হয় না, সাধারণত টাকার পরিমান বড় ও এক বছরের অধিক সময় ভোগ করা যায়, সে সকল প্রাপ্তি বা আয় কে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় বলে।

মুলধন জাতীয় আয় বা প্রাপ্তির ব্যাখ্যা

যেকোনো ব্যবসায়ে পণ্য বিক্রয় করে অর্থ আয় করে। এই আয় বা প্রাপ্তিটি ব্যবসায়ে নিয়মিত গঠিত হবে। এটির একবার বিক্রয়ের ফলে এক বছরের অধিক সময় ভোগ করা সম্ভব না, তাই এটি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় হতে পারে না৷

আবার ধরুন, ব্যবসায়ে মালিক মূলধন আনলেন। এটি বছরে একাধিক বার গঠিত হবেনা। এবং এর সুবিধা অনেক বছর বছর পর্যন্ত থেকে যাবে। তাই এটি একটি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়৷

মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় কি কি এবং কাকে বলে?

মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পার্থক্য

যদিও আমাদের মনে হয়, মূলধন জাতীয় প্রাপ্তি ও আয় একই। কিন্তু এই দুটির মধ্যে কিছুটা মৌলিক পার্থক্য রয়েছে। একটি উদাহারণের মাধ্যমে বোঝা যাক

ব্যবসায়ের থেকে একটি পুরাতন মেশিন ৪০,০০০ টাকা দিয়ে বিক্রয় করলেন। এখন মেশিনটির অবচয় বাদের ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য ছিল ৩৪,০০০ টাকা কিন্তু মেশিনটি ৪০,০০০ টাকায় বিক্রয় করায় ৬,০০০ টাকা লাভে বিক্রয় করেছেন।

এখন উদাহারণটিতে মূলধন জাতীয় প্রাপ্তি হল ৪০,০০০ টাকা। কিন্তু মূলধন জাতীয় আয় ৬,০০০ টাকা (যে অংশ মুনাফা হয়েছে)। মূলধন জাতীয় আয় হল মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ মাত্র।

মূলধন জাতীয় প্রাপ্তি গুলো কি কি?

সাধারণত যেসব উপাদান বা লেনদেন মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় হয় তার একটি চার্ট দেওয়া হল

  • মূলধন আনয়ন
  • অতিরিক্ত মূলধন আনয়ন
  • ব্যবহৃত/পুরাতন যন্ত্রপাতি, আসবাবপত্র, মেশিন বিক্রয়
  • জমি, দালানকোঠা বিক্রয়
  • ঋণ গ্রহণ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url