বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি ও কাকে বলে? - NagorikSebaBD

কারবারের বা ব্যবসা প্রতিষ্ঠানের এমন কিছু ব্যয় বা খরচ হয়ে তাকে, যার সুবিধা ঐ হিসাবকালের ও একাধিক হিসাবকালে পাওয়া যায় তাকেই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা খরচ বলে।

বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি ও কাকে বলে?

বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা খরচের ব্যাখ্যা

ব্যাখ্যাটি একটি উদাহারন এর মাধ্যমে দেওয়া যাক, ধরুন, কারবারে একটি নতুন প্রোডাক্ট বা পণ্য উৎপাদন করার জন্য গবেষণা বাবদ খরচ করল। এখন, এই খরচ যদিও মুনাফা জাতীয় এরপরও এই খরচের সুবিধা ঐ হিসাবকাল ছড়াও একাধিক হিসাবকাল পর্যন্ত থাকবে। তাই এটি একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।

একইভাবে ধরুন, কারবারের একটি বড় বিজ্ঞাপনের জন্যখরচ করেছে। উক্ত বিজ্ঞাপন টি একাধিক হিসাবকাল পর্যন্ত থেকে গেলে সেটি বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা খরচ।

বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি?

  • নতুন পণ্যের গবেষণা বাবদ খরচ
  • বিলম্বিত বিজ্ঞাপন
  • প্রাথমিক খরচ
  • অবলেখকের দস্তরি
  • ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর বাবদ ব্যয়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url