মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান সমূহ, কাকে বলে ও পার্থক্য কি
কারবার বা ব্যবসা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে বা ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখার জন্য দৈনন্দিন বা স্বাভাবিক যে ব্যয় বা খরচ গুলো করা হয়, তাকেই মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান বলে।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
কারবার বা ব্যবসা পরিচালনের সময় এমন কিছু মুনাফা জাতীয় খরচ হয়ে থাকে, যেগুলো ঐ হিসাবকাল ছাড়াও একাধিক হিসাবকালে এর সুবিধা পাওয়া যায় সেগুলোকেই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে।
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় গুলো কি কি ও বিস্তারিত জানুন
মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান গুলো কি কি
- পণ্য ক্রয়
- ভাড়া প্রদান
- বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল বিল
- বিজ্ঞাপন খরচ
- ঋনের সুদ
- শিক্ষানবিশ ভাতা
- বীমা প্রিমিয়াম প্রদান
মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয় এর পার্থক্য
মুনাফা জাতীয় প্রদানের একটি একটি অংশ হল মুনাফা জাতীয় ব্যয়।
কারবারের সকল চলতি, বিগত ও পরবর্তী হিসাবকালের সকল পরিশোধকৃত অর্থ মুনাফা জাতীয় প্রদান।
আর, শুধুমাত্র চলতি হিসাবকালের পরিশোধকৃত হিসাব গুলোই হল মুনাফা জাতীয় ব্যয়৷
মুনাফা জাতীয় প্রদান ও মুনাফা জাতীয় ব্যয় এর উদাহারণ
ধরা যাক, ৪৫,০০০ টাকা ১৫ মাসের ভাড়া বাবদ পরিশোধ করা হল এখন, মুনাফা জাতীয় প্রদান হল সম্পূর্ণ ৪৫,০০০ টাকা এবং ৪৫,০০০ ÷ ১৫ = ৩,০০০ (১মাসের ভাড়া হল ৩,০০০ টাকা।) মুনাফা জাতীয় ব্যয় এ শুধুমাত্র চলতি বছরের খরচ হবে। তাই মুনাফা জাতীয় ব্যয় হবে ৩,০০০ × ১২ = ৩৬,০০০ টাকা।