মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় গুলো কি কি এবং কাকে বলে
কারবারের যে সকল প্রাপ্তি বা আয় নিয়মিত গঠিত হয় এবং এর উপযোগ বা ভোগ দ্রুত শেষ হয়ে যায় (সাধারণত ১ বছরের মধ্যে) সেগুলোকেই মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় বলে।
মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তির উদাহরণ
দৈনন্দিন কারবারি আয় বা ব্যবসায়ের স্বাভাবিক কার্যবলি দ্বারা আয় বা প্রাপ্তি সমুহ হল মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি। পণ্য বিক্রয়, বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি ইত্যাদি হল মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তির উদাহারণ।
মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি গুলো কি কি
- পণ্য বিক্রয়
- কমিশন প্রাপ্তি
- বিনিয়োগের সুদ
- শিক্ষানবিশ সেলামি
- শেয়ার বিনিয়োগের লভ্যাংশ
মুনাফা জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য
মুনাফা জাতীয় আয় হল মুনাফা জাতীয় প্রাপ্তির একটি অংশ মাত্র। অর্থাৎ সকল মুনাফা জাতীয় প্রাপ্তি সকল মুনাফা জাতীয় আয় হবে না।
ধরা যাক, ভাড়া পাওয়া গেল ২৫,০০০ টাকা। তার মধ্যে ৮,০০০ টাকা আগামী বছরের জন্য৷ অর্থাৎ এখানে, মুনাফা জাতীয় প্রাপ্তি হল ২৫,০০০ টাকা। আর মুনাফা জাতীয় আয় হল ২৫,০০০ - ৮,০০০ = ১৭,০০০ টাকা।