প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কি এবং জাবেদা - NagorikSebaBD
বাকিতে পণ্য বা সেবা বিক্রয়ের সময় অথবা শর্ত অনুযায়ী কাউকে টাকা প্রদান করতে ক্রেতা বিক্রেতাকে শর্ত মোতাবেক যে বিল বা দলিল প্রদান করে তাকেই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট বলে।
একটি উদাহারণের মাধ্যমে বোঝা যাক, ধরুন, আয়শা এন্টারপ্রাইজ লিঃ মাহবুব ট্রেডার্স এর কাছে বাকিতে ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হল। তার জন্য মাহবুব ট্রেডার্স কে লিখিতভাবে তার ক্রয়ের শর্ত ও টাকার পরিমাণ এর বিস্তারিত লিখে একটি বিল বা দলিল তৈরি করে আয়শা এন্টারপ্রাইজ কে প্রদান করলেন। যাতে আয়শে এন্টারপ্রাইজের সহজে বিশ্বাস যোগ্যহয় মাহবুব ট্রেডার্স সময় মত টাকা প্রদান করবে। মুলত সেটিই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট।
প্রাপ্য বিল বা নোট কি হিসাব?
প্রাপ্য বিল বা নোট হল দেনাদারের বিপরীতে প্রাপ্ত বিল বা দলিল। তাই প্রাপ্য বিল হল একটি সম্পদ এবং এটি রেওয়ামিলে ডেবিট পাশে হবে।
প্রাপ্য বিল বা নোট এর জাবেদা
১. বাকিতে পণ্য বিক্রয় করে বিল প্রাপ্তি ৬,০০০ টাকা।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
প্রাপ্য বিল -- ডেবিট
বিক্রয় হিসাব -- ক্রেডিট |
৬,০০০ |
৬,০০০ |
২. ১২,০০০ টাকার পণ্য বিক্রয় করে ৪,০০০ টাকার চেক ও অবশিষ্ট টাকার বিল প্রাপ্তি।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
২. |
ব্যাংক হিসাব -- ডেবিট
প্রাপ্য বিল -- ডেবিট বিক্রয় হিসাব -- ক্রেডিট |
৪,০০০ ৮,০০০ |
১২,০০০ |