পুরাতন আসবাবপত্র বা যন্ত্রপাতি বিক্রয়ের জাবেদা দাখিলা
ব্যবসায়ের ব্যবহার করা কোন সম্পত্তি ( আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি) যদি বিক্রয় করা হয় অর্থাৎ পুরাতন আসবাবপত্র বা যন্ত্রপাতি বিক্রয় করা হয়। তখন সেটাকে জাবেদা বই বা জাবেদা দাখিলায় লিপিবদ্ধ করতে যে জাবেদা দাখিলার প্রয়োজন তা নিচে কয়েকটি উদাহারণঃ এ দেওয়া হল।
উদাহারণঃ
১. পুরাতন আসবাবপত্র বিক্রয় ১৪,০০০ টাকা
২. চেকে ব্যবহৃত মেশিন বিক্রয় ১৬,০০০ টাকা।
৩.
পুরাতন আসবাবপত্র বিক্রয় ২৫,০০০ টাকা যার মধ্যে ১৫০০০ টাকা
নগদে।
পুরাতন আসবাবপত্র বা যন্ত্রপাতি বিক্রয়ের জাবেদা দাখিলা হবে
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
১. |
নগদান হিসাব -- ডেবিট
আসবাবপত্র হিসাব -- ক্রেডিট |
১৪,০০০ |
১৪,০০০ |
২. |
ব্যাংক হিসাব -- ডেবিট
মেশিন হিসাব -- ক্রেডিট |
১৬,০০০ |
১৬,০০০ |
৩. |
নগদান হিসাব -- ডেবিট
দেনাদার হিসাব -- ডেবিট আসবাবপত্র -- ক্রেডিট |
১৫,০০০
১০,০০০ |
২৫,০০০ |