প্রারম্ভিক মজুদ পণ্য কি এবং ডেবিট নাকি ক্রেডিট - NagorikSebaBd

ব্যবসায়ের হিসাবকালের শুরুতে যে পরিমাণ পণ্য নিয়ে ঐ হিসাবকাল শুরু করে থাকে, তাকেই প্রারম্ভিক মজুদ পণ্য বলে।

প্রারম্ভিক মজুদ পণ্য কি এবং ডেবিট নাকি ক্রেডিট

প্রারম্ভিক মজুদ পণ্যের ব্যাখ্যা

গত হিসাবকালের যে পরিমাণ পণ্য অবিক্রীত অবশিষ্ট থেকে যায়, সেই পণ্য গুলো চলতি হিসাবকালের শুরুতেই প্রারম্ভিক মজুদ পণ্য ধরা হয়৷

প্রারম্ভিক মজুদ পণ্যের উদাহারণ

ধরা যাক, ২০২২ সালের শেষে সমাপনী মজুদ পণ্য রয়েছে ২৫,০০০ টাকা। অর্থাৎ এই পণ্যগুলো অবিক্রীত থেকে গেছে৷ এখন ২০২৩ এ এসে ২৫,০০০০ এই সমাপনী মজুদ পণ্য গুলো প্রারম্ভিক মজুদ পণ্য হবে। কারণঃ এই পণ্য গুলো ২০২৩ এর শুরুতে বিক্রয়ের জন্য ব্যবহার করবে।

প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিট না ক্রেডিট

প্রারম্ভিক মজুদ পণ্য হল একটি সম্পদ। তাই এটি রেওয়ামিলে অন্তর্ভুক্ত করার সময় ডেবিট হিসাবে লিপিবদ্ধ হবে।

আয় বিবরণী তে প্রারম্ভিক মজুদ পণ্যের অবস্থান

প্রারম্ভিক মজুদ পণ্য আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় এ নিট ক্রয়ের সাথে যোগ হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url