আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে ও এর বিস্তারিত - NagorikSebaBD

যে বিবরণীর মাধ্যমে যে প্রতিষ্ঠানের বা ব্যবসয়ের কেন নির্দিষ্ট সময় বা হিসাবকালের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় তাকেই আর্থিক অবস্থার বিবরণী বলা হয়।

আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে ও এর বিস্তারিত

আর্থিক অবস্থার বিবরণীর কাজ কি বা কেন তৈরি করা হয়?

আর্থিক অবস্থা বিবরণীতে মূলত হিসাব বিজ্ঞানের মৌলিক তিনটি উপাদানের সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব পরিমাণ নির্ণয় করাকেই আর্থিক অবস্থার বিবরণী বলা হয়।

আর্থিক অবস্থার বিবরণীতে মোট এই তিনটি উপাদানের উদ্ধৃত নির্ণয় করা হয়৷ আর হিসাববিজ্ঞানের সমীকরণের নিয়ম অনুযায়ী ব্যসায়ের মোট সম্পদ হল দায় ও মালিকানা স্বত্বের যোগফলের সমান। এই বিবরণীতে সেটাও যাচায় করে দেখা হয়৷

আর্থিক অবস্থা বিবরণীর ছক বা কলাম

আর্থিক অবস্থা বিবরণী ছক বা কলাম তেমন জটিল না৷ শুধুমাত্র ৩-৪ টি কলামের ঘর। আর্থিক অবস্থার বিবরণীতে কলামের নামসমূহ হলঃ

  • বিবরণ
  • টাকা
  • টাকা
  • টাকা

বড় প্রতিষ্ঠান বা জটিল আর্থিক বিবরণীতে টাকার কলাম ৩ টা। আর যদি কোন সেবা প্রদান কারী প্রতিষ্ঠান বা ছোট ব্যবসায়ের ক্ষেত্রে টাকার কলাম ২ টা দেওয়ায় শ্রেয়।

আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টি ও কি কি?

আর্থিক অবস্থার বিবরণী মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত হয়। তা হলঃ

  • সম্পদ
  • দায়
  • মালিকানা স্বত্ব / শেয়ারহোল্ডার ইকুইটি

আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এই তিনটি উপাদানের পরিমাণ নির্ণয় ও হিসাববিজ্ঞান হিসাবসমীকরণের সূত্র অনুযায়ী সম্পদ = দায় + মালিকানাস্বত্ব এটিট সত্যতা যাচাই করাই হল আর্থিক অবস্থার বিবরণীর কাজ।

আরে পড়ুনঃ হিসাব সমীকরণ কি ও এর সূত্র

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url