আর্থিক অবস্থার বিবরণী কাকে বলে ও এর বিস্তারিত - NagorikSebaBD
যে বিবরণীর মাধ্যমে যে প্রতিষ্ঠানের বা ব্যবসয়ের কেন নির্দিষ্ট সময় বা হিসাবকালের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় তাকেই আর্থিক অবস্থার বিবরণী বলা হয়।
আর্থিক অবস্থার বিবরণীর কাজ কি বা কেন তৈরি করা হয়?
আর্থিক অবস্থা বিবরণীতে মূলত হিসাব বিজ্ঞানের মৌলিক তিনটি উপাদানের সম্পদ, দায় ও মালিকানাস্বত্ব পরিমাণ নির্ণয় করাকেই আর্থিক অবস্থার বিবরণী বলা হয়।
আর্থিক অবস্থার বিবরণীতে মোট এই তিনটি উপাদানের উদ্ধৃত নির্ণয় করা হয়৷ আর হিসাববিজ্ঞানের সমীকরণের নিয়ম অনুযায়ী ব্যসায়ের মোট সম্পদ হল দায় ও মালিকানা স্বত্বের যোগফলের সমান। এই বিবরণীতে সেটাও যাচায় করে দেখা হয়৷
আর্থিক অবস্থা বিবরণীর ছক বা কলাম
আর্থিক অবস্থা বিবরণী ছক বা কলাম তেমন জটিল না৷ শুধুমাত্র ৩-৪ টি কলামের ঘর। আর্থিক অবস্থার বিবরণীতে কলামের নামসমূহ হলঃ
- বিবরণ
- টাকা
- টাকা
- টাকা
বড় প্রতিষ্ঠান বা জটিল আর্থিক বিবরণীতে টাকার কলাম ৩ টা। আর যদি কোন সেবা প্রদান কারী প্রতিষ্ঠান বা ছোট ব্যবসায়ের ক্ষেত্রে টাকার কলাম ২ টা দেওয়ায় শ্রেয়।
আর্থিক অবস্থার বিবরণীর উপাদান কয়টি ও কি কি?
আর্থিক অবস্থার বিবরণী মূলত তিনটি উপাদান নিয়ে গঠিত হয়। তা হলঃ
- সম্পদ
- দায়
- মালিকানা স্বত্ব / শেয়ারহোল্ডার ইকুইটি
আর্থিক অবস্থার বিবরণীতে আমরা এই তিনটি উপাদানের পরিমাণ নির্ণয় ও হিসাববিজ্ঞান হিসাবসমীকরণের সূত্র অনুযায়ী সম্পদ = দায় + মালিকানাস্বত্ব এটিট সত্যতা যাচাই করাই হল আর্থিক অবস্থার বিবরণীর কাজ।
আরে পড়ুনঃ হিসাব সমীকরণ কি ও এর সূত্র