আন্ত ফেরত বা বিক্রয় ফেরত কি ও জাবেদা দাখিলা সহ ব্যাখ্যা

বিক্রয় করা পণ্য যদি ফেরত আসে তখন তাকে আন্তঃ ফেরত বা বিক্রয় ফেরত বলে। আর এই ধরণের ঘটনা ব্যবসায়ে স্বাভাবিক।

সাধারণত, যখন বাকিতে পণ্য বিক্রয় করা হয় তখন পণ্য ফেরত আসে। তবে এর ব্যাতিক্রম ও হতে পারে। স্বভাবিক ভাবে ধরে নেওয়া হয় বিক্রয় ফেরত আসা পণ্য বাকিতে বা ধারে বিক্রয় করা হয়েছে।

আন্ত ফেরত বা বিক্রয় ফেরত কি ও  জাবেদা দাখিলা সহ ব্যাখ্যা

আন্তঃ ফেরত বা বিক্রয় ফেরতের উপাদানের প্রভাব

আন্তঃ ফেরত বা বিক্রয় ফেরত এ হিসাববিজ্ঞানে যে দুটি উপাদানের পরিবর্তন হয় তা হল।

  • দেনাদার হিসাব (সম্পদ) হ্রাস পেয়েছে।
  • মালিকানা স্বত্ব (আয় হিসাব) হ্রাস পেয়েছে

বিক্রয় ফেরত জাবেদার ব্যাখ্যা:

আগে পণ্য গুলো বিক্রয়ের ফলে যে দেনাদার বৃদ্ধি পেয়েছে তা বিক্রয় ফেরত আসায় দেনাদার ( সম্পদ) কমে যাবে হ্রাস পাবে৷ এবং সাথে সাথে আয় ও কমে গেছে। অর্থাৎ মালিকানা স্বত্ব কমে (হ্রাস) গেছে।

আন্তঃ ফেরত জাবেদা বা বিক্রয় জাবেদা

১. বাংলাটেক লিঃ হতে ৪ টি কম্পিউটার ফেরত আসছে। (প্রতিটির দাম ৪৫,০০০ টাকা)

তাঃ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. বিক্রয় ফেরত হিসাব -- ডেবিট
বাংলাটেক হিসাব -- ক্রেডিট
১,৮০,০০০
১,৮০,০০০

১. জনতা ব্যাংক হতে ৩ টি কম্পিউটার ফেরত আসছে। (প্রতিটির দাম ৪০,০০০ টাকা এবং বাট্টা ছিল ৫%)

তাঃ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. বিক্রয় ফেরত হিসাব -- ডেবিট
জনতা ব্যাংক হিসাব -- ক্রেডিট
১,১৪,০০০
১,১৪,০০০

জনতা ব্যাংকে প্রতিটি কম্পিউটার ৪০,০০০ টাকা ধরে বিক্রয় ও ৫% বাট্টা প্রদান করা হয়েছিল। এখন যখন ফেরত আসছে এই ৫% টাকা বাদ দিয়ে দিতে হবে। কারণ ঐ কম্পিউটার গুলো বিক্রয়ের সময় বাট্টা দেওয়া হয়েছিল।
(৪০,০০০×৩) - (৪০,০০০×৩×৫%) = ১,১৪,০০০ টাকা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url