যে দফাসমূহ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না৷ - NagorikSebaBD

নির্দিষ্ট কয়েকটি লেনদেন ছাড়া রেওয়ামিলে প্রায় সকল লেনদেন অন্তর্ভুক্ত হয়। আজকে আমরা জানব কেন লেনদেনগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এবং কেন? 

যে দফাসমূহ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না৷

সমাপনি মজুদ কখন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না

সমাপনি মজুদ হল হিসাবকালের শেষে যে পরিমান পন্য অবিক্রীত থেকে যায় সেটিই সমাপনি মজুদ। আর সমাপনী মজুদ পন্য রেওয়ামিলে আসবে না

এখন এই সমাপনি মজুদ কোন খতিয়ানের জের না। দ্বিতীয়ত, কোন সমাপনি মজুদ হল ক্রয় এর অংশবিশেষ অর্থাৎ ক্রয়কৃত কিছু অংশ রয়ে যাওয়া৷

আর যেহেতু ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত হলে, আবার সমাপনী মজুদ যদি অন্তর্ভুক্ত করা হয়, ঐ একই পরিমান ক্রয়কৃত পন্য ২বার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই সমাপনী মজুদ রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না।

সমাপনী মজুদ পন্য কখন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে কখন?

যদি রেওয়ামিলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত হয় তখন আর প্রারম্ভিক মজুদ পন্য ও ক্রয় অন্তর্ভুক্ত না হয়ে সমাপনী মজুদ পন্য অন্তর্ভুক্ত হবে

কারণ সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ পন্য + ক্রয় - সমাপনি মজুদ পণ্য অর্থাৎ সমন্বিত ক্রয়ে প্রারম্ভিক মজুদ পন্য ও ক্রয় অন্তর্ভুক্ত তাই সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ ও ক্রয় আসবে না৷ এবং সমাপনী মজুদ পন্য বাদ করা থাকায় তখন সমাপণী মজুদ পন্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে

একইভাবে বিক্রিত পণ্যের ব্যয় থাকলে ও প্রারম্ভিক মজুদ ও ক্রয় আসবে না, এবং সমাপনী মজুদ পন্য আসবে। কারণঃ বিক্রিত পণ্যের ব্যয় = প্রারম্ভিক মজুদ + ক্রয় - বিক্রয় সংক্রান্ত খরচ - সমাপনি মজুদ পন্য

প্রারম্ভিক হাতে নগদ রেওয়ামিলে অন্ততর্ভুক্ত হবে না

প্রারম্ভিক হাতে নগদ হল ব্যবসায়ে শুরু বা হিসাবকাল শুরু করার সময় যেই পরিমান নগদ টাকা ছিল, সেটাই হাতে নগদ।

এখন খতিয়ান থেকে নগদান হিসাব এর একটি জের পাওয়া যায়, যেটি হল নগদ উদ্ধৃত বা হাতে নগদ। এটি হল সমাপনি হাতে নগদ যেটা ব্যবসা পরিচালনা করার পর আর যত টাকা নগদ রয়েছে সেটিই মুলত হাতে নগদ হিসাবে ধরা হবে।

তাই রেওয়ামিলে সমাপনী হাতে হগদ আসবে বা খতিয়ান হতে প্রাপ্ত নগদন হিসাব এর জের অন্ততর্ভুক্ত হবে। প্রারম্ভিক টা আসবে না। আগে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন (প্রারম্ভিক হাতে নগদ) সেটা আসবে অন্তর্ভুক্ত হবে না৷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url