অনুপার্জিত আয় কি এবং এর জাবেদা, সমন্বয় জাবেদা - NagorikSebaBD

ব্যবসায়ে আয়ের প্রদান উৎস হল পণ্য বা সেবা বিক্রি করা। আর, যদি এই পণ্য বা সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে কোন ক্রেতার কাছ থেকে আগই (অগ্রিম) টাকা বা অর্থ নিয়ে নেয় তাকেই, অনুপার্জিত আয় বলে।

অনুপার্জিত আয় বলতে কি বোঝায়?

ধরুন, আপনি একটি কম্পিউটার এন্ড হার্ডওয়্যার এর বয়বসা আছে, এখন একজন ক্রেতা থেকে আপনি একটি কম্পিউটার দিবেন বলে তার কাছ থেকে অগ্রিম ২৫,০০০ টাকা নিলেন। এখন এই যে আপনি ২৫,০০০ টাকা অগ্রিম নিলেন সেটিই অনুপার্জিত আয় বা অগ্রিম আয়৷

অনুপার্জিত আয় কি এবং এর জাবেদা, সমন্বয় জাবেদা

অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব?

যেহেত অনুপার্জিত আয়ে ক্রেতা বিক্রেতার নিকট থেকে পণ্য বা সেবা পেয়ে থাকবে। অর্থাৎ ক্রেতার নিকট দায়বদ্ধ আছে। তাই এটি একটি দায় হিসাব। যেহেতু এই দায় স্বল্প সময়ের (১ বছরের কম) তাই এটি চলতি দায়।

অনুপার্জিত আয় জাবেদা

১. ক্লায়েন্ট থেকে ৩,০০০ টাকা নেওয়া হল কিন্তু এখনো সেবা প্রদান করা হয় নি।

তারিখ বিবরণ খঃ পৃঃ ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. নগদান হিসাব -- ডেবিট
অনুপার্জিত আয় -- ক্রেডিট
৩,০০০
৩,০০০

অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদা

অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদা দুই ভাবে হতে পারে।

  • অনুপার্জিত আয় আদায় করা (অর্থাৎ যদি যে পণ্য বা সেবা দায়বদ্ধ থাকে তা প্রদান করা)
  • অনুপার্জিত আয় এর সমন্বয় জাবেদা

অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদার কিছু বাস্তবিক উদাহারণঃ

১. অনুপার্জিত আয় আদায় হল ৪,০০০ টাকা। (রেওয়ামিলে অনুপার্জিত আয় ৭,০০০ টাকা।)

২. অনুপার্জিত আয় রয়েছে ২,৫০০ টাকা। (রেওয়ামিলে অনুপার্জিত আয় ৬,০০০ টাকা।)

তারিখ বিবরণ খঃ পৃঃ ডেবিট টাকা ক্রেডিট টাকা
১. অনুপার্জিত আয় -- ডেবিট
বিক্রয়/আয় হিসাব -- ক্রেডিট
৪,০০০
৪,০০০
২. অনুপার্জিত আয় -- ডেবিট
বিক্রয়/আয় হিসাব -- ক্রেডিট
৩,৫০০
৩,৫০০

ব্যাখ্যাঃ ১ নং লেনদেন যেহেতু অনুপার্জিত আয় আদায় করা হল অর্থাৎ দায় কমে গেছে তাই সেটি সুবিধা গ্রহণ করেছে তাই অনুপার্জিত আয় ডেবিট ও এখন আয় করা হয়েছে তাই আয় হিসাব ডেবিট।

যে পরিমান টাকা আদায় করা হয়েছে সে পরিমাণ টাকা অন্তর্ভুক্ত হবে (৪,০০০) টাকা।

ব্যাখ্যাঃ ২ নং লেনদেন ১ নং লেনদেন এর মত একই কারণে, অনুপার্জিত আয় ডেবিট ও আয়/বিক্রয় হিসবা ক্রেডিট কর হয়েছে৷

কিন্ত এই লেনদেনটিতে, সমন্বয়ে বলা হয়েছে অনুপার্জিত আয় ২,৫০০ টাকা আছে। আর রেওয়ামিলে ৬,০০০ টাকা অনুপার্জিত আয় ছিল। অর্থাৎ অনুপার্জিত আয় আদায় হয়েছে ৬,০০০ - ২,৫০০ = ৩,৫০০ টাকা। তাই টাকায় কলামে ৩,৫০০ লিখা হল।

অনুপার্জিত আয়ের সমন্বয় জাবেদা

৩. অনুপার্জিত আয় ৪,০০০ টাকা যা বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে৷

তারিখ বিবরণ খঃ পৃঃ ডেবিট টাকা ক্রেডিট টাকা
৩. বিক্রয় হিসাব -- ডেবিট
অনুপার্জিত আয় -- ক্রেডিট
৪,০০০
৪,০০০
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url