ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে - NagorikSebaBD
Table of Content
- অনলাইন জন্ম নিবন্ধন
- স্কুল সার্টিফিকেট
- প্রবাসীদের ক্ষেত্রে : ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে
- কোর্ট এফিডেভিট
- বড় ধরনের ভুলে ভোটার আইডি কার্ড নাম সংশোধনে করণীয়
আমাদের ভোটার আইডি কার্ড এর নাম যদি ভুল হয়ে থাকে, তাহলে তা সহজেই অনলাইনে আবেদন করে সংশোধন করে নিতে পারেন। বেশিরভাগই তারা জানে না কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে ।আজকে আমরা জানব ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগবে?
ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে যা যা লাগবে?
অনলাইন জন্ম নিবন্ধন
নাম সংশোধন এর জন্য আপনার কাছে সর্বপ্রথম যে ডকুমেন্টটি লাগবে তা হল, অনলাইন জন্ম নিবন্ধন। এই জন্মনিবন্ধনটি সঠিকভাবে বাংলা এবং ইংরেজি তে থাকতে হবে। সেই জন্ম নিবন্ধনটি অনলাইনে আপলোড করতে হবে।
নোট : আপনার এনআইডি তে কোন ধরনের ভুল রয়েছে সেটা নিয়ে নির্ভর করবে আপনাকে কোন ধরনের ডকুমেন্ট দিতে হবে। উদাহারন সরূপ আপনার নামে টাইপিং জনিত ভুল (যেমন : আহমদ কবির এর যায়গায় আহমদ ববির) কিংবা মোহাম্মদ এর জায়গায় মোঃ হলে অনলাইন জন্ম নিবন্ধন দিয়ে সংশোধন করে দিবেন।
যদি বড় ধরনের ভুল হয়ে থাকে তখন আরো ডকুমেন্ট দিতে হবে।
স্কুল সার্টিফিকেট
স্কুল সার্টিফিকেট হল এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে টি দিয়েে এনআইডিতে অনেক বড় ভুল সংশোধন করা যায়। শুধু নাম ছাড়া বয়স, পিতার নাম, মাতার নাম সংশোধনে এটি একটি খুবই কার্যকারী ডকুমেন্ট। সার্টিফিকেটটি অবশ্যই জেএসসি, এস.এস.সি, এইচ.এস.সি এর হতে হবে।
প্রবাসীদের ক্ষেত্রে : ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে
প্রবাসীদের জন্য ভোটার আইডি কার্ড এর নাম সংশোধন করতে তাদের পাসপোর্ট ও সেই দেশের আইডি কার্ড আপলোড দিলেই হয়ে যাবে। পাসপোর্ট ও রেসিওডন্সিয়াল আইডি দিয়ে বয়স সংশোধন হয়না। বয়স সংশোধন এর জন্য যেকোনো একটি সার্টিফিকেট লাগবে।
নোট : তবে সাথে কোর্ট এফিটএবিট আপলোড করলে তদন্দকারী কর্মকর্তা চাইলে সংশোধন করে দিতে পারে।
কোর্ট এফিডেভিট
কোর্ট এফিডেভিট হল এক প্রকার যাচাইকৃত বিবৃতি সত্যতার জন্য প্রমাণ হিসাবে কাজ করে এবং আদালতের কার্যক্রমে এটি প্রয়োজনীয়। এই এফিডেভিট নিয়ে ও চাইলে আপনি আপনার নাম সংশোধন করা যাবে। তবে বড় ভুলে এফিডেভিট দিয়ে অনুমোদন দেবেনা।
বড় ধরনের ভুলে ভোটার আইডি কার্ড নাম সংশোধনে করণীয়
আপনার আইডি কার্ডে যদি বড় ধরনের ভুল হয়ে থাকে তখন অনলাইনে আবেদন করার পর আপনাকে আপনার উপজেলা নির্বাচন অফিসে সকল ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করবেন। তিনি যদি চান তাহলে অনুমোদন দিয়ে দিবে।