হিসাববিজ্ঞান কাকে বলে, কত প্রকার ও কি কি?
হিসাববিজ্ঞান কাকে বলে?
হিসাববিজ্ঞান হল এমন একটি প্রক্রিয়া, যেখানে সকল আর্থিক লেনদেনের বা ঘটনা সমূহরের সামগ্রিক প্রভাব এবং রিপোর্ট ও ফলাফলের প্রক্রিয়া বা পদ্ধতিই হল হিসাববিজ্ঞান।
কোন ব্যাক্তি, প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্র সকল যায়গায় এই অর্থ লেনদেন সংঘটিত হল। এই সকল আর্থিক লেনদেন সমূহকে সুষ্ঠ ভাবে প্রকাশ ও ফলাফলের জন্য নির্দিষ্ট কিছি পদ্ধতি বা কৌশল অনুসরণ করতে হয়। আর এই অনুসরণ বা পদ্ধতি সমূহকেই হিসাববিজ্ঞান বলে।
হিসাববিজ্ঞান কত প্রকার ও কি কি
হিসাববিজ্ঞানকে তিনটি ভাবগে ভাগ করা যায়৷ সেগুলো হল
- আর্থিক হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
- নিরীক্ষন
আর্থিক হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞানের যে শাখায় বা প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আয়, ব্যয়, সম্পদ, লাভা, লোকসান ইত্যাদি রেকর্ড সংগ্রহ ও সংরক্ষণ করে রাখে তাকেই আর্থিক হিসাববিজ্ঞান বলে।
আর্থিক হিসাববিজ্ঞানের উদাহারণ
একটি কোম্পানি এই বছেরর লাভ/লোকসান নির্ণয় করা হল আর্থিক হিসাববিজ্ঞান। আর এটি বাহ্যিক ব্যবহাটকারিদের কাছে প্রদর্শন করবে। এর মাধ্যমে বাইবের ব্যবহারকারীরা কোম্পানির সম্পর্কে ধারণা পাবে।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান
প্রতিষ্ঠানের ব্যবস্থাপকরা কোন সিদ্ধান্ত গ্রহনের জন্য যে তথ্য বা বিশ্লেষণ গুলো প্রয়োজন হয় তাকেই ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান বলে। যেমন : উৎপাদন ব্যয়,
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান এর উদাহারণ
একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় নির্ণয় ও বিশ্লেষণ করা হল, এটি একটি ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের কার্যক্রম। কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয়গুলোকে সনাক্ত ও এর প্রতিটিকে বিশ্লেষণ করতে পারবে।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের প্রতিটি প্রক্রিয়া বা বিশ্লেষণ গুলো ব্যবস্থাকরাই পাবে।
নিরীক্ষণ
নিরীক্ষণ হল সকল হিসাববিজ্ঞান এ তথ্য বা বই সমূহ সঠিক ও নির্ভুল আছে কিনা তা যাচাই করণের প্রক্রিয়াকেই নিরীক্ষণ বলে।
হিসাববিজ্ঞানের বিস্তারিত ধারণা
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী সমূহকে (পাওনাদার, দেনাদার, আয়, ব্যায়, সম্পদ) সুষ্ঠ ও সুনির্দিষ্ট ভাবে লিপিবদ্ধ করার কৌশলকেই হিসাববিজ্ঞান বলে।
হিসাববিজ্ঞানের প্রক্রিয়া বা ধাপসমূহ
হিসাববিজ্ঞানে সুষ্ঠ ও সুনির্দিষ্ট ফলাফলের জন্য হিসাববিজ্ঞান তিনটি পর্যায়ে ভাগ করা যা। সেগুলো হল
- লিপিবদ্ধকরণ
- শ্রেণীবদ্ধকরণ
- বিশ্লেষণের প্রদান
উপরের তিনটি কার্যক্রয় এর মাধ্যমে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহকে সুষ্ঠ হিসাব ও বিশ্লেষণ প্রদান করা হয়।
হিসাববিজ্ঞান কাকে বলে তার উদাহারণ ব্যাখ্যা
প্রক্রিয়া ১ উদাহারণ সরূপ আপনি একটি দোকানের মালিক কিংবা পরিচালনা করে থাকনে। এখন আপনার প্রতিটি লেনদেন যেগুলো আর্থিক পরিবর্তন ঘটায় সেগুলো একটি বইয়ে বা হিসাবে লিপিবদ্ধ করবেন।
প্রক্রিয়া ২ : আপনি শুধু লেনদেন গুলো লিপিবদ্ধ করলে হবে না। আপনাকে লেনদেনের শ্রেণীবদ্ধ করতে হবে৷ যেমন : ১০০০ টাকার পণ্য বিক্রয় করলেন সেটা এক ধরণের লেনদেন (আয়)। আবার ৪০০ টাকা মজুরির বেতন দিলেন সেটা হল (ব্যয়) আরেক ধরনের হিসাব।
অর্থাৎ আপনাকে লেনদেনের উপর ভিত্তি করেই লিপিবদ্ধ করার পর শ্রেণিবদ্ধ করতে হবে।
প্রক্রিয়া ৩ : আপনার পূর্বে লেনদেন লিপিবদ্ধ ও শ্রেণিবদ্ধ করার পর বিশ্লেষণ করতে হবে। এই ধাপে আপনার লাভ, ক্ষতি, সম্পদ, দায়, ব্যয় (অর্থাৎ সকল কিছুই) ইত্যাদির পরিমাণ জানা ও বিশ্লেষণ করতে হয়।
মূলত এই তিনটি প্রক্রিয়া (লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ, বিশ্লেষণ) সম্পন্নের মাধ্যমেই আর্থিক বিশ্লেষণ কেই হিসাববিজ্ঞান বলে।
হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা
- হিসাববিজ্ঞানের মূল উদ্দেশ্যটি হল সকল আর্থিক লেনদেন সমূহের চূড়ান্ত বিশ্লেষণ করা। যেমন: একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ের সকল আর্থিক তথ্য, লাভ ক্ষতি ইত্যাদি জানা যায়।
- ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সকল আর্থিক লেনদেন সমূহ সুষ্ঠভাবে লিপিবদ্ধ করা।
- লেনদেন সমূহকে সুষ্ঠভাবে শ্রেণিবদ্ধ করণ করা।