চালান কি ও কত প্রকার ও কি কি, কে তৈরি করে - NagorikSebaBD
ব্যবসায়ের পণ্য দ্রব্য ক্রয় বা বিক্রয়ের সময় পণ্যের দাম, বাট্টা ইত্যাদি উল্লেখ করে যে প্রামাণ্য দলিল ব্যবহার করা হয়, তাকেই চালান বলে।
চালান কে তৈরি করে
যখন ব্যবসায়ে কোন ক্রয় বা বিক্রয় বাকিতে হয়ে থাকে তখন বিক্রেতা প্রমাণসরূপ একটি চালান তৈরি করে তা ক্রেতাকে প্রদান করে থাকে।
চালান অনুযায়ী ক্রেতা ধারে ক্রয় সমূহ ক্রয় বই বা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করে এবং বিক্রেতা ধারে বিক্রয় সমূহ তা বিক্রয় বই বা বিক্রয় জাবেদাই লিপিবদ্ধ করে থাকে।
চালানের বৈশিষ্ট্য সমূহ
- ধারে ক্রয় বিক্রয়
- বিক্রেতার স্বাক্ষর
- বিক্রেতা তৈরি করবে
চালান কত প্রকার ও কি কি
বিক্রেতার দ্বারা তৈরিকৃত চলানটির একটি কপি ক্রেতাকে দেওয়া হয়। সেই হিসাবে চলানটি কিন্তু একই। এই চালান বিক্রেতার কাছে আন্তঃ চালান ও ক্রেতার কাছে ঐ একই চালানটি বহিঃ চালান।
সেই হিসাবে, চালান ২ প্রকার। সেগুলো হল
- আন্তঃ চালান
- বহিঃ চালান
চালানের নমুনা ছক
চালানের একটি নমুনা ছক নিচে দেওয়া হল
চালান নং - ৫৬
ক্রেতার নামঃ মেসার্স সপ্না এন্টারপ্রাইজ
ঠিকানাঃ ৩৪, সিআরবি, চট্টগ্রাম
শর্ত: ২/১০ n ৩০
চালান
ইমরান ট্রেডার্স
ক্রমিক নং | বিবরণ | পরিমাণ | দর | টাকা |
---|---|---|---|---|
০১ | প্রতিটি ২৪০ টাকা দরে ৫০ পিজ শার্ট কোয়ালিটি খারাপ হওয়ায় ফেরত পাঠানো হল। | ৫০ | ২৪০ | ১,২০,০০০ |
কথায়ঃ একলক্ষ বিশ হাজার টাকা।
বিক্রেতার স্বাক্ষর