দেনাদারের টাকা আদায়যোগ্য নয় জাবেদা বা অনাদায়ী পাওনার জাবেদা - সনাতন বা আধুনিক পদ্ধতি
ব্যবসা প্রতিষ্ঠানের বাকিতে পন্য বা সেবা বিক্রয় করা স্বভাবিক। যদি কোন কারণের দেনাদার টাকা না দেয় বা দেনাদার যদি দেওলিয়া হয়ে যায় মোট কথায় যদি দেনাদার থেকে টাকা আদায় করা সম্ভব না হলে সেটিকে অনাদায়ী পাওনা বলে।
দেনাদারের টাকা আদায়যোগ্য নয় জাবেদা দাখিলা হবে।
অনাদায়ী পাওনার জাবেদা দুই ভাবে করা যায়।
- সনাতন পদ্ধতি
- আধুনিক পদ্ধতি
সনাতন পদ্ধতিতে অনাদায়ী পাওনার জাবেদা
উদাহরণ সরূপঃ দেনাদারের ১০০০ টাকা আদায়যোগ্য নয়
বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|
অনাদায়ী পাওনা -- ডেবিট
দেনাদার হিসাব -- ক্রেডিট |
১,০০০ |
১,০০০ |
আধুনিক পদ্ধতিতে অনাদায়ী পাওনার জাবেদা
উদাহরণ সরূপঃ দেনাদারের ১০০০ টাকা আদায়যোগ্য নয়
বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|
অনাদায়ী পাওনা -- ডেবিট
অনাদায়ী পাওনা সঞ্চিতি -- ক্রেডিট |
১,০০০ |
১,০০০ |