আর্থিক বিবরণীর উপাদান সমূহ কি কি?

নির্দিষ্ট হিসাবকাল শেষে ব্যসায়ের আর্থিক অবস্থা নির্ভুল ভাবে বিশ্লেষণ এর জন্য যে সকল বিবরণী তৈরি করা আবশ্যক বা করে সেগুলোকেই আর্থিক বিবরণীর উপাদান বলা হয়।

আর্থিক বিবরণীর উপাদানের শ্রেণীবিভাগ

এই আর্থিক বিবরণীকে সাধারণত ৫ ভাগে ভাগ কর হয়৷

  1. উদ্ধৃত পত্র
  2. আয় বিবরণী / লাভ-লোকসান বিবরণী
  3. মালিকানা স্বত্ব বিবরণী
  4. নগদ প্রবাহ বিবরণী
  5. আর্থিক বিবরণীর টীকাসমূহ
আর্থিক বিবরণীর উপাদান সমূহ কি কি?

উদ্ধৃত পত্র

একটি নির্দিষ্ট হিসাব কাল শেষে ব্যবসায়ের যে সম্পদ ও দায়ের যে বিবরণী তৈরি বা প্রস্তুত করা হয় থাকেই উদ্ধৃত পত্র বলে।

আয় বিবরণী / লাভ-লোকসান বিবরণী

এই বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠান বা ব্যবসায়ের নিট আয় বা ক্ষতি পরিনাণ নির্ণয় করা হয়। এই বিবরণী ব্যবসায়ের সকল আয় থেকে ব্যয় নিয়োগ করে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করে থাকে।

মালিকানা স্বত্ব বিবরণী

প্রতিষ্ঠান হতে মোট মালিক কি পরিমাণ অর্থ দাবি বা কি পরিমাণ অর্থের মালিক তা খুব সহজেই এই মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুত করতে হয়।

নগদ প্রবাহ বিবরণী

ব্যবসায়ে যেকোন সময়ের নগদ অর্থের আগমন ও নির্গমন যে বিবরণী তৈরি করা হয়, সেটিই নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী তে সকল নগদ লেনদেনে হিসাব ভুক্ত করণের জন্য এই বিবরণী প্রনয়ণ করা হয়।

আর্থিক বিবরণীর টীকাসমূহ

আর্থিক বিবরণীর টীকা সমূহ বলতে আর্থিক বিবরণীর অন্যান্য সকল উপাদানের (আয় বিবরণী, উদ্বৃত্তপত্র মালিকানা স্বত্ত্ব, নগদ প্রবাহ বিবরণী) সম্পর্কিত প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হয়। সাধারণভাবে আর্থিক বিবরণীর শেষ দিকে টীকা লেখা হয় না। এ টীকা সাধারণভাবে ক্রমিক নম্বর নিয়ে সাজিয়ে লেখা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url