অব্যবহৃত মনিহারি কি রেওয়ামিলে আসবে এবং কেন?
রেওয়ামিলে অব্যবহৃত মনিহারি বা সাপ্লাইজ রেওয়ামিলে আসবে না। তার কারণ ও বিশদ ভাবে ব্যাখ্যা নিচে প্রদান করা হল। যাতে আর ভুল না হয়।
একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য মনিহারি দ্রব্যাদি (কাগজ, কলম) ইত্যাদি ক্রয় করা হয়, যেটি সেই বছরের হিসাবকালের জন্য ব্যয় বা খরচ। যদি সেই মনিহারি ঐ হিসাবকালে থেকে যায় তখন সেটিই অব্যবহৃত মনিহারি বলা হয়।
অব্যবহৃত মনিহারি কি রেওয়ামিলে আসবে এবং কেন?
অব্যবহৃত মনিহারি রেওয়ামিলে আসবে না, এর কারণ হল অব্যবহৃত মনিহারি বা সমাপণী মনিহারি যদি রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয়, সেটি দুইবার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাই অব্যবহৃত মনিহারি বা সমাপণী মনিহারি রেওয়ামিলে আসবেনা।
অব্যবহৃত মনিহারি রেওয়ামিলে কেন আসবে না কেন?
অব্যবহৃত মনিহারি বা সমাপণী মনিহারি হল প্রারম্ভিক মনিহারি ও ঐ হিসাবকালের ক্রয়কৃত মনিহারি থেকে অবশিষ্ট্য মনিহারি। তাই প্রারম্ভিক মনিহারি ও মনিহারি অন্তর্ভুক্ত করার পর আবার যদি অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত করা হয়, তখন সেই মনিহারি টা দুইবার অন্তর্ভুক্ত করা হয়ে যাবে। কারণ যেটি অব্যবহৃত থেকে যাবে সেটি আগেই প্রারম্ভিক মনিহারি ও মনিহারি তে অন্তর্ভুক্ত আছে।
তাই অব্যবহৃত মনিহারি বা সমাপণী মনিহারি রেওয়ামিলে আসবেনা।