সমাপনী মজুদ পণ্য নির্ণয় সূত্র

একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে যে পরিমান পন্য অবিক্রয় বা থেকে যায়, তাকেই সমাপনী মজুদ পণ্যে বলে। আজকে আমরা সমাপনী মজুদ পণ্যে নির্ণয় করা শিখব।

সমাপনী মজুদ পণ্য নির্ণয় সূত্র

সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের সূত্র ও ব্যাখ্যা

বাস্তবিক ব্যবসায়ে সমাপনী পন্য নির্ণয়ের একমাত্র উপায় হল বছর কিংবা হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য অবিক্রীত থেকে যায়, পরের হিসাবকালে বিক্রয় করা যাবে, সে পরিমান পণ্যের ক্রয়মূল্যই হল সমাপনী মজুদ পণ্য।

সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের সূত্র

হিসাববিজ্ঞান এ সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের জন্য সূত্র হল : সমাপনী মজুদ পণ্য = প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয় + মোট লাভ - বিক্রয়।

বিঃদ্রঃ উপরের উল্লেখিত সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের সূত্রটির মাধ্যমে সমাপনী মজুদ পণ্য তখনই নির্ণয় করা যাবে, যখন মোট লাভ, ক্রয়, বিক্রয় ও প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া থাকে।

সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের সূত্র ২

যদি সমন্বনিত ক্রয় দেওয়া থাকে তখন সমাপনী মজুদ পণ্য বের করার জন্য নিচের সূত্রটি ব্যবহার করতে হবে। সমাপনী মজুদ = (প্রারম্ভিক মজুদ + নীট ক্রয়) -সমন্বিত ক্রয়

সমন্বনিত ক্রয় সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url