সমাপনী মজুদ পণ্যের সমন্বয় জাবেদা

প্রতিটি হিসাবকাল শেষে একটি প্রতিষ্ঠানে কিছু পণ্যে অবিক্রিত থেকে যায় তাকেই সমাপনি মজুদ পণ্যে বলে। আর্থিক বিবরনী তে লিপিবদ্ধ করার জন্য এই সমাপনি মজুদ পণ্যের জন্য সমন্বয় দাখিলা প্রয়োজন হয়। আজকে আমরা সমাপনী মজুদ পণ্যের সমন্বয় জাবেদা বা দাখিলা দিয়ে জানব।

সমাপনী মজুদ পণ্যের সমন্বয় জাবেদা

সমাপনী মজুদ পণ্যের সমন্বয় জাবেদাসমূহ

অর্পণ ট্রেডার্স এর ২০১৭ সালের হিসাব কাল শেষে ৩১ ডিসেম্বর তার সমাপনি মজুদ পণ্য আছে ২০,০০০ টাকা। এর জাবেদা নিচে দেওয়া হবে।

তাঃ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
2. সমাপনী মজুদ পণ্য - ডেবিট
ক্রয় হিসাব - ক্রেডিট
২০,০০০
২০,০০০

সমাপনী মজুদ পণ্যের সমন্বয় জাবেদা আরো সমস্যা ও সমাধান

যদি সমন্বয়ে সমাপনী মজুদ পন্য দুটি অর্থাৎ একটি বাজার মূল্য ও আরেকটি ক্রয় মূল্যের উপর ভিত্তি করে দেওয়া থাকে, যেটি শুধু সমাপনী মজুদ পণ্যে হিসাবে উল্লেখ থাকতে পারে।

যদি সমন্বয়ে বাজার মূল্যে ও ক্রয় মূল্যের উভয়ই দেওয়া থাকে তখন যেটি ছোট হবে, সেটিই সমাপনী মজুদ পন্য ধরতে হবে।

সমাপনী মজুদ পণ্যের সমন্বয় জাবেদার আরো বিস্তারিত উদাহারণ।

উদাহারণ সরূপঃ সমন্বয়ে দেওয়া আছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য ৩০,০০০ টাকা ও বাজার মূল্য ২৭,০০০ টাকা। এর জাবেদা কিংবা চূড়ান্ত হিসাবে ২৭,০০০ টাকা লিপিবদ্ধ করতে হবে।

বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
সমাপনী মজুদ পণ্যে --- ডেবিট
ক্রয় হিসাব --- ক্রেডিট
২৭,০০০
২৭,০০০

চূড়ান্ত হিসাবে সমাপনী মজুদ পণ্যে অন্তর্ভূক্ত করণ

আর্থিক অবস্থার বিবরণী তে সমাপনী মজুদ পণ্যে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব থেকে বাদ যাবে।

জাবেদা কাকে বলে কত প্রকার ও কি কি তা জানুন

জাবেদা শেখার উপায়

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url