নগদে সেবা প্রদান জাবেদা কি হবে - NagorikSebaBD
কোন সেবাদানকারী প্রতিষ্ঠানের আয়ের মূল উৎস হল সেবা প্রদান করা। এই সেবা দানকারী প্রতিষ্ঠান যদি নগদে সেবা প্রদান করে থাকে তার জাবেদা নিচে উল্লেখ করা হল।
নগদে সেবা প্রদান জাবেদার ব্যাখ্যা
উদাহারণ সরূপ, একজন উকিল তার মক্কেলদের সেবা প্রদান করে নগদে ২০০০ টাকা আয় করেছেন। এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিংবা মালিক তার জাবেদা বইতে কিভাবে অর্ন্তভুক্ত করতে হবে তা আমরা আজকে জানব।
নগদে সেবা প্রদান জাবেদার উদাহারণ ও ব্যাখ্যা
একজন ডাক্তার রোগীরে চিকিৎসা করে ১০০০ টাকা নগদে আয় করেন। অর্থাৎ ডাক্তার সেবা প্রদান করে টাকা আয় করেছেন। যেটি তার জাবেদা বইতে লিপিবদ্ধ করতে চাইলে তাকে জাবেদা দিতে হবে, নগদান হিসাব ডেবিট ও সেবা আয় হিসাব ক্রেডিট। কেননা তিনি সেবা প্রদানের ফলে নগদে টাকা পেয়েছেন ও তাই নগদান হিসাব ডেবিট। আর সে সেবা প্রদান করেছেন তাই সেবা আয় ক্রেডিট।
জাবেদা কাকে বলে কত প্রকার ও কি কি তা জানুন
নগদে সেবা প্রদান জাবেদার সকল সমস্যা
নগদে সেবা প্রদান করে আয়ের সকল ধরণের সমস্যা ও সমাধান ও এর ব্যাখ্যা নিচে দেওয়া হল।
নগদে সেবা প্রদান জাবেদার সকল তালিকা
১. মক্কেলকে সেবা প্রদান করে ৩০০০ টাকা আয়।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
2. |
নগদান হিসাব - ডেবিট
সেবা আয় হিসাব - ক্রেডিট |
৩,০০০ |
৩,০০০ |
২. এব্যালন ফ্যাশন লিমিটেড এর সিসিটিবি সেটআপ করে ১৫০০ টাকা নদগে আয়।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
2. |
নগদান হিসাব - ডেবিট
সেবা আয় হিসাব - ক্রেডিট |
১,৫০০ |
১,৫০০ |
৩. জনাব রহিম এর গাড়ী রিপাইরিং করে ২০০০ টাকা আয় যার মধ্যে ১৫০০ টাকা নদগে গ্রহন করে।
তাঃ | বিবরণ | ডেবিট টাকা | ক্রেডিট টাকা |
---|---|---|---|
2. |
নগদান হিসাব - ডেবিট
রহিম হিসাব - ডেবিট সেবা আয় হিসাব - ক্রেডিট |
১,৫০০
৫০০ |
২,০০০ |