জীবন বীমা প্রিমিয়াম এর জাবেদা ও কেন জীবন বীমা প্রিমিয়াম উত্তোলন হিসাব কেন হবে?

বীমা বলতে আমরা বুঝি কোন পন্য বা জিনিসের উপর কোন কোম্পানির সাথে এমন একটা চুক্তি যাতে ঐ পন্য বা জিনিস কোন কারণের ক্ষতিগ্রস্ত হলে, সেই কোম্পানি তার ক্ষতিপূরণ প্রদান করবেন।

আর জীবন বীমা এর শুধু মাত্র মানুষের (জীবনের) উপর যদি কোন বীমা করে থাকলে সেটিই জীবন বীমা। যদিও জীবনের ক্ষতিপূরণ আর্থিক মূল্যের মাধ্যমে পরিশোধ যোগ্য নয়৷ এর পরও বীমাকারী প্রতিষ্ঠান কিছু অংশের আর্থিক ক্ষতি পূরন প্রদান করে।

জীবন বীমা প্রিমিয়াম এর জাবেদা ও কেন জীবন বীমা প্রিমিয়াম উত্তোলন হিসাব কেন হবে?

আর জীবন বীমা প্রিমিয়াম হল জীবন বিমা করতে বিমাকারী প্রতিষ্ঠানকে যে টাকা বা অর্থ প্রদান করা হয়, সেটিই জীবন বীমা প্রিমিয়াম।

জীবন বীমা প্রিমিয়ামের জাবেদা দাখিলা

উদাহারণ সরূপঃ জীবন বীমা প্রিমিয়াম প্রদান ৫,০০০ টাকা।

বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা
উত্তোলন হিসাব --- ডেবিট
নগদান হিসাব --- ক্রেডিট
৫,০০০
৫,০০০

জীবন বীমা প্রিমিয়াম জাবেদায় কেন উত্তোলন হিসাব ডেবিট হবে?

আগেই বলা হয়েছে জীবন বীমা হল জীবনের উপর বীমা করা। তাই ব্যবসায়ে জীবন এর কোন বীমা থাকবে না। আর, মালিক যদি ব্যবসা হতে তার নিজ প্রয়োজনে কোন কিছু নেয় বা গ্রহণ করে সেটই উত্তোলন।

জীবনে জন্য বীমা করা হয়েছে, তাই সেটি অবশ্যই মালিক পক্ষ করেছেন। সেই অর্থ টুকু ব্যবসায়ের প্রয়োজনে না নিয়ে, মালিকের প্রয়োজনে নিয়েছে তাই সেটি উত্তোলন হিসাব ডেবিট হবে।

জীবন বীমা প্রিমিয়াম রেওয়ামিলে কোথায় বসবে?

জীবন বীমা প্রিমিয়াম যেহেতু একটি উত্তোলন তাই এটি রেওয়ামিলে অবশ্যই ডেবিট হিসাবে অন্তর্ভুক্ত হবে। কারণঃ সকল ধরনের উত্তোলন হিসাব রেওয়ামিলে ডেবিট হিসাবে বসে। তাই জীবন বীমা প্রিমিয়াম ও ডেবিট হিসাবেও বসবে।

জীবন বীমা প্রিমিয়ামের হিসাব সমীকরণের প্রভাব

উদাহারণ সরূপঃ জীবন বীমা প্রিমিয়াম প্রদান ৫,০০০ টাকা।

বিবরণ উপাদানের প্রভাব
জীবন বীমা প্রিমিয়াম প্রদান মালিকানাস্বত্ব (উত্তোলন) -- হ্রাস
সম্পদ (নগদ) -- হ্রাস
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url