ক্রয় জাবেদা কাকে বলে ও ক্রয় জাবেদা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনসমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। নগদে পণ্য ক্রয় এবং নগদে কিংবা ধারে সম্পত্তি ক্রয় এ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না।

ক্রয় জাবেদা কাকে বলে ও ক্রয় জাবেদা সম্পর্কে বিস্তারিত জেনে নিন

অর্থাৎ শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রেতার নিকট হতে প্রাপ্ত চালানের ভিত্তিতে ক্রয় জাবেদা লেখা হয়। নিম্নে একটি জাবেদার উদাহরণ দেয়া হলো-

ক্রয় জাবেদার উদাহরণ

উদাহরণ: মেসার্স সোহা ২০২২ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত পণ্য ক্রয় করেন।

জানু-১ রফিকের নিকট হতে ৫০ মিটার কাপড়, প্রতি মিটার ৫০ টাকা দরে। চালান নং-১৬। পরিবহন খরচ ১০০ টাকা এবং চালানে ১৫% ভ্যাট উল্লেখ করা আছে। শর্ত ১/১০ n ৩০
জানু-১৫ রহিমের নিকট ১০ ডজন গেঞ্জি, প্রতিটি গেঞ্জি ১০০ টাকা দরে। বাট্টা ১০%। চালান-২০। ১৫% ভ্যাট প্রযোজ্য। শর্ত ২/১৫ n ৫০
জানু-২৬ তপুর নিকট হতে ক্রয়: প্রতি ডজন ২০ টাকা করে, ২০০ ডজন রুমাল ক্রয়। কারবারি বাট্টা ১০% এবং ১৫% ভ্যাট প্রযোজ্য। চালান নং-৩০। শর্ত ১/১৫ n ৪৫

ক্রয় জাবেদা প্রস্তুতকরণ

তাং ক্রেডিট হিসাব খ্যাত শর্ত সূত্র ক্রয় হিসাব -- ডেবিট
পাওনাদার হিসাব -- ক্রেডিট
জানু-১ রফিক হিসাব ১/১০ n ৩০ ২,৬০০
জানু-১৫ রহিম হিসাব ২/১৫ n ৫০ ১০,৮০০
জানু-২৮ রফিক হিসাব ১/১৫ n ৪৫ ৩,৬০০
১৬,২০০

ক্রয় জাবেদার উদাহারণের ব্যাখ্যা বিস্তারিত

জানু-১

৫০ মিটার কাপড় ৫০ টাকা ধরে ক্রয় -- ৫০×৫০ = ২৫০০ টাকা
(যোগ) ক্রয় পরিবহন -- ২৫০০ + ১০০ = ২,৬০০ টাকা

জানু-১৫

১০ ডজন গেঞ্জি (১০×১২) = ১২০টি প্রতিটি ১০০ টাকা ধরে ক্রয় -- ১২০×১০০ = ১২,০০০ টাকা
(বাদ) বাট্টা ১০% (১২,০০০×১০%=১২০০) -- ১২,০০০ - ১২০০ = ১০,৮০০ টাকা

জানু-২৮

প্রতি ডজন ২০ টাকা ধরে ২০০ ডজন রুমাল ক্রয় -- ২০×২০০ = ৪,০০০ টাকা
(বাদ) বাট্টা ১০% (৪,০০০×১০%=৪০০) -- ৪,০০০ - ৪০০ = ৩,৬০০ টাকা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url