রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না কোনটি এবং কেন ব্যাখ্যা সহ।

একটি হিসাবকালের সকল লেনদেনের ডেবিট, ক্রেডিট পক্ষের পরিমাণ এর সত্যতা যাচাই করাই হল রেওয়ামিল। আজকে আমরা জানব রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না কোনটি ও কেন।

রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না কোনটি এবং কেন ব্যাখ্যা সহ।

যে সব দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না

  • প্রারম্ভিক সম্পদ (প্রারম্ভিক নগদ তহবিল/প্রারম্ভিক হাতে নগদ/নগদ তহবিল)
  • প্রারম্ভিক ব্যাংক জমা/প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত
  • প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত
  • সমাপনী মজুদ পণ্য
  • সমাপনী মনিহারি/ অব্যবহৃত মনিহারি
  • সম্ভাব্য সম্পদ/দায়/ব্যায়/আয়

উপরের দফাগুলো রেওয়ামিলে কেন অর্ন্তভুক্ত হবে না তার ব্যাখ্যা

যেসব দফা সমূহ রেওয়ামিলে অর্ন্তভুক্ত হবে না তার ব্যাখ্যা নিচে বিশদ ভাবে দেওয়া হল, যাতে আর আপনাদের ভবিষ্যৎে আর ভুল না হয়।

প্রারম্ভিক সম্পদ কেন রেওয়ামিলে আসবে না।

প্রারম্ভিক সম্পদ বলতে নির্দিষ্ট হিসাবকালের শুরুতে যে সম্পদ থাকে তাকে প্রারম্ভিক সম্পদ বলে। যেমন - প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত ইত্যাদি।

এসব প্রারম্ভিক সম্পদ (প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক তহবিল,  প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমার উদ্বৃত্ত) রেওয়ামিলে অর্ন্তভুক্ত হবে না। এর কারণ হল এ ব্যবসায়ে হিসাবকোলের শেষের সম্পত্তি (সমাপনী নগদ তহবিল, সমাপনী হাতে নগদ, সমাপনী নগদ তহবিল)  লিপিবদ্ধ করতে হবে, তাই প্রারম্ভিক টা অর্ন্তভুক্ত করতে হবেনা।

সমাপনী মজুদ পণ্য কেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবেনা।

প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত করে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করতে হবে না এর প্রধান কারণ হল প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয় এর মধ্যে সমাপনী মজুদ পণ্য রয়েছে। যদি সমাপনী মজুদ পণ্য ও অন্তর্ভুক্ত করা হয়, তাহলে একই পণ্য দুইবার অন্তর্ভুক্ত হয়ে যাবে।

সমাপনী মজুদ পণ্যে হলে একটি চলতি সম্পদ। যদিও প্রারম্ভিক সম্পত্তি রেওয়ামিলে আসবে না, সমাপনী সম্পত্তি গুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে।

যদি সম্পত্তিটা এমন হয় যেটি চলমান হিসাবকালে সম্পত্তি ছিল না, বরং ব্যবসা পরিচালনার জন্য একটি খরচ থাকে সেটির সমাপনি মূল্য টা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। 

উদাহারণ সরূপ : ক্রয় ব্যবসায়েরে জন্য একটি ব্যয়। আর সেটি যদি হিসাবকাল শেষে পণ্য অবিক্রিত রয়ে যায়, তখন সেটি সম্পদ এ অন্তর্ভুক্ত হয়। এধরণের সম্পত্তি গুলোর ক্ষেত্রে সমাপনী মজুদ পন্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবেনা। প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়ামিল এ অন্তর্ভুক্ত হবে। কারণ একই পণ্য প্রারম্ভিক এ অন্তর্ভুক্ত থাকে।

সমাপনী মজুদ পণ্য কখন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে।

”আমরা জানি সম্বনিত ক্রয় = প্রারম্ভিক জাবেদা + ক্রয় - সমাপনী মজুদ পণ্য” অর্থাৎ সমন্বিত ক্রয় এর মধ্য দুটি দফা অন্তর্ভুক্ত (প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয়) এবং সমাপনী মজুদ পণ্যটা বাদ যায়। এই কারণে সমন্বিত ক্রয় রেওয়ামিলে অন্তর্ভুক্ত করলে প্রারম্ভিক মজুদ পণ্য ও ক্রয় অন্তর্ভুক্ত করা যাবে না। এবং যেহেতু সমন্বিত ক্রয়ে সমাপনী মজুদ পণ্য থাকে না বাদ চলে যায়, তাই সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত করতে হবে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url