Abstract noun কাকে বলে, এর উদাহরণ ও ব্যবহার
যেসব Noun বা বিশেষ্য পদ ধরা যায় না, দেখা যায় না (এককথায় ফিজিক্যাল কোন অস্তিত্ব নাই) ঐ সব Noun গুলোকেই Abstract Noun বলে।
আরো সহজভাবে বললে, কোন বস্তু, ব্যাক্তি, জাতী, স্থান এর গুন, ধারণা, অবস্থা বোঝায় এবং তা মানুষের ৫ ইন্দ্রিয় (নাক, কান, চোখ, জিহ্বা ও চর্ম) দ্বারা বোঝা বা অনুভব করা যায় না সেসব noun গুলোই হল Abstract noun.
Abstract Noun এর উদাহারণ হল
- Honesty builds trust and strengthens relationships. বাক্যটিতে honesty হল noun যেটির বাংলা অর্থ হল সততা, যেটি চোখে দেখা যায় না, ধরা যায় না৷ এটার কোন ফিজিক্যাল অস্তিত্ব নাই, তাই এটি Abstract noun. একইভাবে trust ও একটি Abstract Noun.
- Creativity leads to innovative solutions and novel ideas. এখানে Creativity হল একটি noun. যেটির বাংলা অর্থ সৃজনশীলতা যা ৫ ইন্দিয় দ্বারা অনুভব করা সম্ভব না।
Abstract Noun এর ব্যবহার
Abstract noun ভাব, অনুভূতি, ধারণা, বৈশিষ্ট্য ইত্যাদি বোঝানো হয়।
Expressing Emotions and Feelings (ভাবনা ও অনুভূতি)
কোন noun এর মাধ্যে যদি ভাবনা বা অনুভূতি প্রকাশ করে থাকলে, সেটিই abstract noun হবে। সে Emotions and Feeling এর abstract noun এর উদাহারণ হল : "love," "happiness," "fear," and "anger"
Describing Qualities and Attributes (গুণ ও বৈশিষ্ট্য)
যেসব Noun এ কোন ব্যাক্তি, বস্তুর বা ধারণার গুন ও বৈশিষ্ট্য বোঝানো হয়, সেসব noun হল abstract noun. এই Qualities and Attributes জাতীয় Abstract noun এর উদাহারন হল : "beauty," "courage," "wisdom," and "integrity"
Discussing Concepts and Ideas (ধারণা প্রকাশ করা)
এমন কতগুলে Noun রয়েছে যেগুলো বড় কোন ধারণা বা আলোচনা কে বোঝায় কিন্তু এদের কোন ফিজিক্যাল (শারীরিক) কোন অনুভূতি নাই। যেমন : "freedom" "justice" "democracy" and "truth"