If যুক্ত Completing Sentence এর নিয়ম
Conditional Sentence সাধারণত if যুক্ত হয়ে থাকে। আজকে আমরা জানব, if যুক্ত Conditional sentence সমূহের Completeting Sentence করার নিয়ম সমূহ
Conditional If যুক্ত Completeting sentence এর প্রকারভেদ।
if দ্বারা সাধারণত Conditional Statement তৈরি করা হয়৷ if যুক্ত Completeting Sentence করার জন্য চারটি ভাগে ভাগ করা হয়। তা হল
- Zero Conditional (Real Conditional)
- First Conditional (Future Conditional)
- Second Conditional (Unreal Conditional)
- Third Conditional (Past Unreal Conditional)
Conditional sentence বা if যুক্ত সকল conditional এর গঠন স্ট্রাকচার ও উদাহারণ জানতে ক্লিক করুন Click
Zero Conditional (Real Conditional)
যে ধরনের Conditional বাক্যগুলো সবসময় সত্যি বাস্তব হয় বা মিথ্যা হওয়ার কোন সম্ভবনা থাকে না, সেগুলোই Zero Conditional Sentence.
Zero Conditional এর স্ট্রাকচার হল, If + Sub + verb (present form), Sub + Verb (Present Form)
এই ধরনেরই sentence গুলোতে, if যুক্ত clause টি present simple tense হয়, এবং main clause টিও present simple tense এ হবে।
if যুক্ত completing sentence এর উদাহারণসমূহ :
- If you plant a seed,.......... এখানে বাক্যটিতে, একটি conditional clause (if যুক্ত) দেওয়া আছে। বাক্যটি Complete করতে, আরেকটি main clause এর প্রয়োজন, if যুক্ত clause টি present simple (sub + verb present form) এ আছে, অর্থাৎ এটি Zero conditional. তাই এটি সম্পন্ন করতে Sub + verb Present form ব্যবহার করতে হবে। If you plant a seed, it grows.
First Conditional (Future Conditional)
যেসব Conditional sentence ভবিষ্যৎ এ সত্য বা বাস্তব হতে পারে আবার নাও হতে পারে, সেসব বাক্য কে First Conditional (Future Conditional) এ দিতে হবে।
First Conditional (Future Conditional) Structure বা গঠন: If + sub + verb (present form), + Sub + will/shall + verb present form
If যুক্ত first conditional এর উদাহারণ
- If you study hard,........... if যুক্ত Clause টি sub + verb (present form) এবং এটির শর্তটি সম্পন্ন বা বাস্তব হওয়ার কোন নিশ্চিয়তা না থাকলে, সেক্ষেত্রে main clause এর completing sentence করতে হবে Sub + will/shall + verb present form Completing Sentence : If you study hard you will pass the exam.
Second Conditional (Unreal Conditional)
অতিতের কোন Conditional (শর্ত) যদি মিথ্যা বা অবাস্তব হলে, তখন Second Conditional (Unreal Conditional) Sentence ব্যবহার করা হয়৷
if যুক্ত Second Conditional Sentence এর Completing Sentence এর উদাহারন
- If you studied harder,....... এখানে if clause টিতে verb past form ব্যবহার করা হয়েছে, যেটু একটি অবাস্তব শর্ত, তাই এর main clause এর গঠন হবে, Sub + would/could + verb Present form এই Sentence এর Completing sentence হবে If you studied harder, you would pass the exam.
Third Conditional (Past Unreal Conditional)
কোন Conditional sentence এ শর্ত (Condition) যদি অসম্ভব হয় তাকেই Third Conditional sentence হয়।
Third conditional (past unreal conditional) এর structure বা গঠন If + sub + had + verb past participle form, + Sub + would/could + have/has + verb past participle form
if যুক্ত third conditional (past unreal conditional) এর Completing Sentence এর উদাহারণ
- If I had studied harder,........ if clause টি এর গঠন হল, if + Sub + had + verb past participle এ রয়েছে, তাই এর main clause হবে "Sub + would/could + have/has + verb past participle sentence টির Completing Sentence If I had studied hard, I would have passed the exam.