Conditional Sentences (if Conditional) Rules in bangla - এর নিয়ম, গঠন ও প্রকারভেদ

Conditional Sentences (if Conditional) Rules in bangla - এর নিয়ম, গঠন ও প্রকারভেদ

কোন Sentence এ যদি শর্ত বা if যুক্ত করা থাকে তখন সেই বাক্য (Sentence) টিকে Conditional Sentence বলা হয়।

Conditional Sentence এর ব্যাখ্যা ও উদাহারণ

Conditional Sentence এ সাধারণত দুটি clause থাকবে। যে৷ clause টিতে condition যুক্ত থাকবে, সেই Clause টি Conditional Clause, আর অন্যটি Main Clause.

  • Conditional Clause
  • Main Clause

উদাহারণ সরূপ: If you work hard, you will succeed. (যদি তুমি কঠোর পরিশ্রম কর, তুমি সফলতা পাবে।) উপরের Sentence টিতে দুটি Clause রয়েছে, "if you work hard." একটি clause আর You will Success. একটি clause.

if যুক্ত Clause টি কে বলা হয় Conditional Clause. আরেকটি (যেটিতে If যুক্ত নাই) Main Clause.

Conditional Sentence কত প্রকার ও এদের গঠন বা স্ট্রাকচার

Conditional Sentence কে সাধারণত ৪ ভাগে ভাগ করা হয়। সেগুলো হল

  • Zero Conditional (Real Conditional)
  • First Conditional (Future Conditional)
  • Second Conditional (Unreal Conditional)
  • Third Conditional (Past Unreal Conditional)

Zero Conditional (Real Conditional)

যেসব conditional sentence গুলো সাধারণত সবসময় সত্য (Real) বা চিরন্তন সত্য হয়ে সেগুলোই Zero Conditional sentence হবে।

Structure : If + Sub + verb (Present Form) , Sub + verb (Main clause) উদাহারণ: If you heat water to 100 degrees Celsius, it boils. এখানে উদাহারণটিতে conditional clause টি হল "If you heat water to 100 degrees Celsius" যদি তুমি পানিকে ১০০ ডিগ্রি গরম কর।
main clause টি হল "it boils" এটি সিদ্ধ হবে। এখানে কথাটি সবসনয় সত্য হবে, মিত্যার কোন সম্ভবনা নাই। কারণ পানিকে ১০০ ডিগ্রী তাপ দিলেই সিদ্ধ হবে।

First Conditional (Future Conditional)

যদি কোন conditional sentence এ যদি ভবিষ্যতের উপর নির্ভর করে অর্থাৎ সত্য হওয়ার সম্ভাবনা থাকে আবার সত্য নাও হতে পারে, এই ধরনেরই Conditional Sentence গুলোকেই First Conditional (Feture Conditional) Sentence বলে।

Structure : If + Sub + verb (Present Form) , Sub + Shall/will + verb (Main clause) উদাহারণঃ If it rains tomorrow, the picnic will be canceled.

Second Conditional (Unreal Conditional)

কোন Conditional Sentence যদি মিত্যা বা অবাস্তব (unreal) হয়ে থাকে তখন সেটিই Second Conditional (Unreal Conditional Sentence) বলে।

স্ট্রাকচার: If + Sub + verb (Past Form) , Sub + would/could + verb (Present Form) উদাহারণ : If I won the lottery, I would travel the world.

Third Conditional (Past Unreal Conditional)

অতিতের কোন অবাস্তব ঘটনা বা যে কোন অতিতে ঘটার কোন কোন সম্ভবনা ও নাই, সেই সব (Past Unreal) সেসব Conditional Sentence সমূহ Third Conditional (past unreal) Sentence এ হয়।

স্ট্রাকচার: If + Sub + had + verb (Past Participle) , Sub + would/could + verb (Past Participle) উদাহারণ : If he had known the answer, he could have helped.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url